ঢাবি ছাত্রদল সভাপতি 

‘সাম্য হত্যার বিচারে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ দেখলে শাহবাগে আসতাম না’

শাহবাগে সড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ
শাহবাগে সড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, প্রশাসনের যদি দৃশ্যমান পদক্ষেপ দেখতাম তাহলে আমরা আজ শাহবাগে আসতাম না। কোন দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি বলেই আজকে আমরা শাহবাগ আসছি।

বৃহস্পতিবার (২২ মে) শাহবাগ মোড়ে ছাত্রদল অবস্থান কর্মসূচিতে থেকে সাম্য হত্যার বিচারে প্রশাসনের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই হত্যার দায় তারা কখনো এড়াতে পারে না । বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আসল খুনি ধরতে পারে নি। আমরা চাই অতিদ্রুত আসল খুনির বিচার নিশ্চিত করা হোক।

তিনি বলেন,সাম্য শুধু একজন ছাত্রদল কর্মী না, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। এখানে দলীয় পরিচয় না, একজন শিক্ষার্থীর ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা এসেছি। এখানে অনেকেই তাদের নিজস্ব ব্যানারে এসেছে।‌ এখানে শুধু  ছাত্রদলের কর্মীই নয়, সাধারণ শিক্ষার্থীরাও রয়েছে। 

এ সময় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার প‌র‌ও অন্তবর্তীকালীন সরকার  ক্ষমতায় এসে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমার ভাই সাম্যের হত্যার ন্যায়বিচার এখন পর্যন্ত তারা করতে পারে নি। তাই আজকে এই ধরণের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আমরা।

যতক্ষণ পর্যন্ত  আমাদের ভাই ও জুলাই অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা সাম্যের হত্যার ন্যায়বিচার না করা হচ্ছে , অপরাধীদের বিচারের আওতায় না আনা হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবেই‌।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত আছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence