ইসি পুনর্গঠন করে স্থানীয় নির্বাচনের দাবি জানালেন এনসিপি নেতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মে ২০২৫, ০৯:৫৭ AM , আপডেট: ২২ মে ২০২৫, ০১:৫৩ AM

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মুহাম্মদ। এ সময় ‘ফ্যাসিবাদী আমলের’ নির্বাচনের কুশীলবদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০) ফেসবুকে এক স্ট্যটাসে তিনি এ দাবি জানান।
আলাউদ্দিন মুহাম্মদ লিখেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে সংস্কার বাস্তবায়নপূর্বক স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচন পেছানোর অজুহাত হয়, দরকার হলে জাতীয় নির্বাচনের ডেট ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হোক। ফ্যাসিবাদী আমলের অবৈধ নির্বাচনের কুশীলবদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক।
এর আগে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছে এনসিপি। কমিশন পুনর্গঠনের দাবি তুলেছে তারা। মঙ্গলবার এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন নেতারা। তারা জানান, এই দাবিতে আজ বুধবার নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ মিছিল করবেন তারা।
আরও পড়ুন: উপদেষ্টা মাহফুজ ও আসিফকে পদত্যাগের আহবান ইশরাকের
এদিকে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। এ দাবি জানিয়ে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন দলটির নেতারা। তবে আরেক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানাচ্ছে শুরু থেকেই।