গাজীপুরে হামলার শিকার হাসনাত আব্দুল্লাহ, গাড়ি ভাঙচুর

০৪ মে ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০৮ PM
হামলায় আহত হন হাসনাত আব্দুল্লাহ

হামলায় আহত হন হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়াও হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে। ভেঙে ফেলে গাড়ির পেছনের গ্লাস। রবিবার (৪ মে) বিকালে হাসনাতের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

রবিবার (৪ মে) সারজিস আলম তার ফেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে হাসনাত আবব্দুল্লাহর ওপর হামলার কথা জানান। তিনি ওই পোস্টে অভিযোগ করে তিনি বলেন, ‘হামলাকারীরা ছিল ১০ থেকে ১২ জন সন্ত্রাসী।’

সারজিস আলম লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন। লোকেশন দিচ্ছি।”

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে জানিয়েছেন,  ঢাকার দিকে আসার সময় গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে ১০-১২টা মোটরসাইকেল এসে সন্ত্রাসীরা হাসনাতের ওপর হামলা করে। এতে হাসনাত আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় ফিরছেন। 

সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ বলেন, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।

জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব: সিদ্ধান্ত বিসিবির
  • ২৪ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন
  • ২৪ জানুয়ারি ২০২৬