বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মারা গেছেন

নিহত ছাত্রদল নেতা জিহাদ
নিহত ছাত্রদল নেতা জিহাদ  © সংগৃহীত

চট্টগ্রামের খুলশী থানার কুসুমবাগ এলাকায় ইফতার বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা জিহাদ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে (৩ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত ২১ মার্চ রাত সোয়া আটটার দিকে খুলশীর কুসুমবাগ আবাসিক এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জিহাদসহ আরও চারজন আহত হন। ঘটনার দিনই গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর আঘাত গুরুতর ছিল এবং টানা ১২ দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিএনপি নেতা আব্দুল হালিম শাহ আলম গ্রুপ ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিন গ্রুপের মধ্যে ইফতার বিতরণ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষ চলাকালে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতা জিহাদুর রহমান গুলিবিদ্ধ হন।

স্থানীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এলাকায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। ইফতার বিতরণকে কেন্দ্র করে এই বিরোধ আরও প্রকট হয়ে ওঠে এবং সংঘর্ষে রূপ নেয়। জিহাদের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব হোসেন বলেন, সংঘর্ষের সময় উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায় এবং গুলি চলে। এতে জিহাদ গুলিবিদ্ধ হন। ঘটনার পর থানায় মামলা হলে পুলিশের অভিযানে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence