জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

শহীদ ওয়াসিমের কবরের পাশে সাদিক কায়েম
শহীদ ওয়াসিমের কবরের পাশে সাদিক কায়েম  © সংগৃহীত

চট্টগ্রামের ষোলশহরে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। বুধবার (৩ এপ্রিল) রাতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন তিনি। 

তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ‘জুলাই বিপ্লবের অন্যতম শহীদ—শহীদ ওয়াসিম আকরাম। জুলাই বিপ্লবে শুধু নিজেই অংশ নিয়েছেন, এমন নয়।
অন্যদের ডাক দিয়েছেন—চলে আসুন ষোলশহর।’

তিনি আরো লিখেছেন, ‘শহীদ ওয়াসিম ও শহীদ মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের কবর জিয়ারত করলাম। এই এলাকার শহীদ আহসান হাবীব, শহীদ তানভীর, শহীদ নূর মোস্তফা, শহীদ নূরুল আমীন, শহীদ মহিউদ্দিন মাসুম, শহীদ খাইরুল ইসলামসহ সবার জন্য আল্লাহর দরবারে দুআ—মহান আল্লাহ যেন তাদের শাহাদাতের উচ্চ মাকাম দান করেন।’


সর্বশেষ সংবাদ