মেজর জিয়াউর রহমান ভালোমানের সংগঠক: নাসির উদ্দিন পাটোয়ারী

নাসির উদ্দীন পাটোয়ারী
নাসির উদ্দীন পাটোয়ারী  © সংগৃহীত

মেজর জিয়াউর রহমান ভালো মানের সংগঠক এবং  স্টেটসম্যান ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী। শনিবার (২২ মার্চ) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জিয়াউর রহমান বা তাহার ফ্যামিলির প্রতি আমার বা আমাদের কোনো জিঘাংসা নাই। মেজর জিয়াউর রহমান ভালোমানের সংগঠক এবং  স্টেটসম্যান ছিলেন, এ বিষয়ে বাংলাদেশের কোনো মানুষের ন্যূনতম সন্দেহের অবকাশ নেই।

পাটোয়ারী বলেন, কিন্তু ক্ষমতা গ্রহণের পদ্ধতি বা উত্তর ব্লকের কাউকে জিয়াউর রহমানের থেকে উৎসাহ নেওয়ার প্রয়োজন মনে করি না। গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ ভালো সংগঠক এবং স্টেটসম্যান হওয়ার সুযোগ আমাদের সামনে থাকা উচিত বলে আমি মনে করি।

এনসিপির মুখ্য সংগঠক আরও বলেন, আমাদের লড়াই গ্রাম থেকে উঠে আসা ছেলে মেয়েগুলা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব গ্রহণ করুক। মাফিয়া তন্ত্র ও পরিবারতন্ত্র এর বেষ্টনীর বাইরে নতুন সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের সমাজ গড়ে উঠুক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence