জামায়াতের ইফতারে বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ১০

হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতকর্মী
হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতকর্মী  © সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার (১৪ মার্চ) ভোরে জামায়াতের এক কর্মী বাদী হয়ে ১৩ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাকসুদুল কবীর নকীব।

এর আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া খাজা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে জামায়াতের দুই কর্মীকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর সদরে পাঠানো হয়েছে। তারা হলেন ঈশ্বরপুর এলাকার আসলাম (২৬) ও খলাপাড়া এলাকার হাফিজ উদ্দিন (৩৫)। এ ছাড়া জামায়াতের আর তিন কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন খলাপাড়া এলাকার মোবারক সরকার (২৬), কাজী আবদুল্লাহ (২৪) এবং দক্ষিণ খলাপাড়ার আজিজুল হক (৪১)। 

এ প্রসঙ্গে বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মো. সুমন মিয়া বলেন, নিয়মিত মাহফিলের অংশ হিসেবে উপজেলার বাহাদুরসাদীর খলাপাড়ার খাজা মার্কেট এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বমুহূর্তে স্থানীয় বিএনপি কর্মী আপেলের নেতৃত্বে ১০-১৫ জন এসে মাহফিলে বাধা দেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তারা ইফতারসামগ্রী লাথি মেরে ফেলে দেন। তখন জামায়াতের কর্মীরা অন্যত্র ইফতার ও নামাজ শেষে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বিএনপি কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘সম্ভবত আমাদের উত্থানকে একটি দল সহ্য করতে পারছে না। পুরো উপজেলার বিভিন্ন স্থানে আমরা শান্তিপূর্ণ ও সহাবস্থানের মাধ্যমে ইফতার মাহফিল করেছি। গতকাল রাতের ঘটনা অনভিপ্রেত। আমরা এর সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

বিষয়টি প্রসঙ্গে জানতে চাইলে বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘কেউ যদি আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালান, তাহলে কি আমরা রক্ষা করব না? জামায়াতের নেতা-কর্মীরা আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছেন, এতে আমাদের প্রায় সাত থেকে আটজন আহত হয়েছেন।’ তবে তাৎক্ষণিক তিনি আহত ব্যক্তিদের নাম-পরিচয় দিতে পারেননি। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই মাকসুদুল কবীর নকীব বলেন, ‘গতকালের ঘটনায় আজ ভোরে থানায় মামলা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে। আশা করছি, শিগগিরই দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে পারব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence