সমু চৌধুরী শারীরিক-মানসিকভাবে সুস্থ: চিকিৎসক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১২:১২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:৩৫ AM

জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।
বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টার দিকে সমু চৌধুরী শারীরিক ও মানসিকভাবে সুস্থ বলে নিশ্চিত হয়েছেন তিনি।
ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আমি অনেকক্ষণ সমু চৌধুরীর সঙ্গে বিভিন্ন কথা বলেছি। তার কাছ থেকে বিভিন্ন কথা জানতে চেয়েছি। তিনি সব ঠিকঠাক বলেছেন। এতে বোঝা যায়, সমু চৌধুরী সুস্থ রয়েছেন।
তিনি বলেন, তবুও সমু চৌধুরীকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছি। কারণ, বয়সও-তো কম হয়নি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, সমু চৌধুরী রাতে আমাদের জানিয়েছেন তিনি এর আগেও এই মাজারে আরও ৩ থেকে ৪ বার এসেছিলেন। তিনি মুখী শাহ্ মিসকিনের ভক্ত। এখনো তিনি মাজারেই অবস্থান করছেন। মাজারে পুলিশ দায়িত্বপালন করছে।
তিনি বলেন, সমু চৌধুরীর পরিবার যশোর থেকে রওনা হয়েছেন। তারা আসলে সমু চৌধুরীকে নিয়ে যাবেন। এছাড়া অভিনয় শিল্পীসংঘের কয়েকজন অভিনেতাও আসবেন বলে জানিয়েছেন।
এর আগে উপজেলার পাগলা থানার মুখী শাহ্ মিসকিনের মাজারের পাশে একটি গাছের নিচে গামছা পরে সমু চৌধুরীর শুয়ে থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে প্রথমে খালি গায়ে গামছা পরা অবস্থায় সমু চৌধুরীকে দেখা যায়। পরে অবশ্য ট্রাউজার ও গেঞ্জি পরা অবস্থায় উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের সামনে তাকে কথা বলতে শোনা যায়। অস্বাভাবিক অবস্থায় উদ্ধারের পর তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করেছেন সবাই।