বিশ্ব আলোকচিত্র দিবস আজ
- আরফান আলী
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
আজ পালিত হচ্ছে বিশ্ব আলোকচিত্র দিবস। ১৮৩৯ সালের এই দিনে ফটোগ্রাফি প্রযুক্তির গুরুত্বপূর্ণ আবিষ্কার ড্যাগেরোটাইপ বিশ্বের জন্য উন্মুক্ত করা হয়। ইতিহাসের সেই দিনটিকেই স্মরণীয় করে রাখতে বিশ্বব্যাপী এ দিবস পালন করা হয়।
বিশ্ব আলোকচিত্র দিবসের লক্ষ্য হলো— ফটোগ্রাফিকে কেবল শিল্প ও নান্দনিকতার মাধ্যম হিসেবে নয়, বরং সমাজ-সংস্কৃতি, ইতিহাস এবং মানবিক অভিব্যক্তি তুলে ধরার শক্তিশালী হাতিয়ার হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

বর্তমানে ডিজিটাল ক্যামেরা ও স্মার্টফোনের কল্যাণে ফটোগ্রাফি হয়ে উঠেছে আরও সহজলভ্য। ছবি এখন শুধু স্মৃতি ধরে রাখার মাধ্যম নয়, বরং সাংবাদিকতা, বিজ্ঞান, গবেষণা থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।
এ বিষয়ে সাংবাদিক-আলোকচিত্রী মুগনিউর রহমান মনি বলেন, ‘আলোকচিত্র শুধুমাত্র ছবি নয়, এটি সময়ের দলিল। একটি ছবি হাজার শব্দ বা বাক্যের চেয়েও বেশি শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য। ছবি যেমন মুহূর্তকে ধরে রাখে, তেমনি সমাজের পরিবর্তন, মানুষের অনুভূতি আর ইতিহাসের সাক্ষ্য বহন করে। তাই আলোকচিত্রীদের দায়িত্ব শুধু সুন্দর ছবি তোলা নয়, বরং দায়িত্বশীলভাবে সমাজের বাস্তবতাকে তুলে ধরা। এ সময়ের আলোকচিত্রীদের উচিত এর গ্রামার রপ্ত করা’

দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এদিন লাখো মানুষ তাদের প্রিয় ছবি শেয়ার করে আলোকচিত্রের প্রতি ভালোবাসা প্রকাশ করে।