সংবাদমাধ্যমের অন্যতম শক্তিশালী অনুষঙ্গ হলো ‘ছবি’ বা ‘আলোকচিত্র’। একটি ছবি কখনও একটি দীর্ঘ প্রতিবেদন থেকেও বেশি প্রভাব ফেলতে পারে, কারণ দৃশ্যমান সত্য মানুষের অনুভূতি, চিন্তা ও সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলে। এজন্য আলোকচিত্রকে সংবাদমাধ্যমে সত্য, সময় ও সমাজের দৃশ্যমান দলিল বলা হয়।
সাংবাদিকতার ইতিহাসে আমরা বহুবার দেখেছি, একটি ছবিই সমাজকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে; অন্যায়, বৈষম্য, যুদ্ধ কিংবা মানবতার বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার করেছে কোটি মানুষকে। এ আলোকচিত্র শধু নান্দনিক শিল্প নয়, এটি সংবাদ, নথি ও ইতিহাসের প্রমাণসম্বলিত ভাষা।
সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে ছবি গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করে। যেমন, ঘটনার প্রমাণ হাজির করে। ঘটনার আবেগ, পরিবেশ ও তীব্রতা প্রকাশ করে। নিরপেক্ষতার সাথে তথ্যকে দৃশ্যমান করে। সবমিলিয়ে একটি আলোকচিত্র প্রতিবাদ, মানবিক সংকট, বিজয় ও পরিবর্তনের দলিল হয়ে ওঠে। শব্দ যেখানে ব্যাখ্যা করে, ছবি সেখানে দেখিয়ে দেয়। বিশেষত শিক্ষা, বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীর আন্দোলন, গবেষণা, ক্যাম্পাস-সংস্কৃতি, বিজ্ঞানচর্চা বা যুবসমাজের সৃজনশীল পথচলাকে তুলে ধরতে আলোকচিত্রের ভূমিকা অপরিহার্য।
আজকের ডিপফেক, এআই–জেনারেটেড ইমেজ এবং ছবি সম্পাদনার উন্নত প্রযুক্তি তথ্যকে যেমন দ্রুত ছড়িয়ে দিচ্ছে, তেমনই ছড়াচ্ছে ভুয়া ছবি, ভুল প্রমাণ ও বিভ্রান্তি। সুতরাং, আধুনিক সাংবাদিকতার বড় দায়িত্ব হলো ছবিকে যাচাই করা, উৎস পরীক্ষা করা, মেটাডেটা বিশ্লেষণ করা, প্রয়োজন হলে বিশেষজ্ঞের সহায়তা নেওয়া।
দ্য ডেইলি ক্যাম্পাস-এর ‘ছবি’ বিভাগ শিক্ষা ও তরুণসমাজকেন্দ্রিক জাতীয় অনলাইনের গুরুত্বপূর্ণ বিভাগ। গণমাধ্যম হিসেবে দ্য ডেইলি ক্যাম্পাস ছবিকে বিবেচনা করে সাংবাদিকতার মূল শক্তি হিসেবে। প্রতিষ্ঠানটির ছবি বিভাগ ক্যাম্পাস, শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আন্দোলন ও পরিবর্তনের ছবি সংগ্রহ ও প্রকাশ করে। ছবি প্রকাশের আগে যাচাই ও উৎস নিশ্চিত করার নীতি অনুসরণ করে। শিক্ষার্থী ও তরুণ আলোকচিত্রীদের কাজ প্রকাশের সুযোগ তৈরি করে। ফটো স্টোরি, ডকুমেন্টারি ফটো সিরিজ ও মাল্টিমিডিয়া ভিজ্যুয়াল রিপোর্ট প্রকাশে কাজ করে।
ছবি শুধু মুহূর্ত ধরে রাখে না, সময়ের মুখ দেখায়। এআই–এর ভুয়া ছবির যুগে সাংবাদিকতার দায়িত্ব আরও গভীর, সত্যের পাশে থাকা, মানুষের পাশে থাকা। দ্য ডেইলি ক্যাম্পাস সেই দায়িত্ববোধ নিয়ে আলোকচিত্রকে করে তোলে জ্ঞান, ন্যায় ও মানবিকতার দৃশ্যমান দলিল।