জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের আলোকচিত্র প্রদর্শনী

০৩ আগস্ট ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৫২ PM
কলেজ ক্যাম্পাসের মুক্তমঞ্চে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়

কলেজ ক্যাম্পাসের মুক্তমঞ্চে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় © টিডিসি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখার উদ্যোগে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সংঘটিত নৃশংস গণহত্যার আলোকচিত্র প্রদর্শনী।

রবিবার (৩ আগস্ট) বাদ মাগরিব কলেজ ক্যাম্পাসের মুক্তমঞ্চে ২৪-এর জুলাই আগস্টের অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র-জনতার ওপর সংঘটিত নৃশংস গণহত্যার আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সাইফুল প্রমুখ।

অনুষ্ঠানে কবি নজরুল সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিব বিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি বায়জিদ মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও।

কবি নজরুল কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান মারুফ বলেন, ‘এখানে এসে আলোকচিত্র প্রদর্শনী দেখে আমার গত বছরের স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। তখন আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ থাকায় আমরা অনেক কিছু স্পষ্টভাবে বুঝতে পারিনি। কিন্তু আজকের এই প্রদর্শনীর মাধ্যমে সবকিছু খুব পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়েছে। জুলাই মাসজুড়ে চলা আন্দোলন থেকে শুরু করে ৬ আগস্ট স্বৈরাচার হাসিনার পতন পর্যন্ত যে প্রেক্ষাপট ছিল তার পুরোটাই এখানে তুলে ধরা হয়েছে।’

কবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘একটা আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের পুরো চিত্র ধারাবাহিকভাবে তুলে ধরেছে। এ আলোকচিত্রে এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো দেখে আমার গাঁয়ে কাটা দিচ্ছিল। তখন আন্দোলনের দিনগুলোর স্মৃতি খুব মনে পড়ছিল।সেই দিনগুলো কতটা ভয়াবহ ও বেদনাদায়ক ছিল।’

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধন
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও কেন্দ্রীয়  ছাত্রদলের, পাল্টা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
রেডমি নোট ১৫ সিরিজের নতুন ৩ স্মার্টফোন আনলো শাওমি
  • ১৮ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের গ্র্যান্ড ফিনালে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9