গবেষণায় দেহ দান করে গেলেন শ্যামল ভট্টাচার্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৫:০৯ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২০, ০৫:০৯ PM
বগুড়ার প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক শ্যামল ভট্টাচার্যের দেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য দান করে দেয়া হয়েছে। তার পরিবার জানিয়েছে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শ্যামল ভট্টাচার্যের দেহ দান করে দেয়া হয়।
এই বরেণ্য শিক্ষক বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।
এর আগে, মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গত বৃহস্পতিবার তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল। পরে ১ নভেম্বর তাকে বগুড়ার এই হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তিনি কোমায় ছিলেন বলে জানায় তার ছেলে।
তার ছোট ছেলে অভ্য ভট্টাচার্য বলেন, বাবার ইচ্ছানুসারে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় তার মরণোত্তর দেহ আইনগতভাবে বৃহস্পতিবার দুপুরে দান করা হয়েছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল বলেন, আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে শ্যামল ভট্টাচার্যের দেহ আমাদের এনাটমি বিভাগে দান করেছে তার পরিবার। ভবিষ্যতে চিকিৎসা শাস্ত্রে তার দেহ (ব্যবচ্ছেদ বিদ্যায়) অনেক কাজে লাগবে।