এই শার্ট ৩০ বছর ধরে পরছি, না ছিঁড়লে আমি কী করব?

০৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৭ PM

এক শার্ট ৩০ বছর ধরে পরেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার সাংবাদিক জহিরুল হক মিলুর সঙ্গে আলাপচারিতায় এমনই তথ্যই জানিয়েছেন তিনি। তিনি বলেন, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা দেখে তিনি সাধারণ বেশভূষায় চলতে পছন্দ করেন।

তার বক্তব্য, লন্ডনে থাকা অবস্থায় সেখানকার রাজ পরিবারের প্রিন্স চার্লস যে টেইলারে স্যুট সেলাই করতেন, তার স্যুটও সেখানকার দর্জি সেলাই করে দিত। এসে তার জামার মাপ নিয়ে যেত। তবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তী পরিস্থিতি তুলে ধরে জাফরুল্লাহ চৌধুরী তার শার্ট ও প্যান্ট পরা, জীবনাচরণের ব্যাখ্যা দেন। তিনি বিভিন্ন ঘটনাও উল্লেখ করেন।

অভিজাত পরিবারের সন্তান হয়েও সাধারণ জীবন-যাপন নিয়ে যখন এসব কথা হচ্ছিল, তখন জাফরুল্লাহ চৌধুরীর পরনে ছিল সাদা ও হালকা বেগনি চেকের জামা। এ জামা পরে বিভিন্ন সময়েই তাকে দেখা গেছে। এ ছাড়া আলাপ চলাকালে তার পরনের প্যান্ট তালি দেওয়া বলেও দেখানো হয়।শুক্রবার নিজের ফেইসবুক অ্যাকাউন্টে জহিরুল হক মিলু ওই ভিডিও আপ করেন।

সুরভীর বাসায় নাহিদ ইসলাম
  • ০৬ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তির পর থানায় দুঃখ প্রকাশ বৈষম্যবিরোধী নেতাকর্মীদ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ০৫ জানুয়ারি ২০২৬
প্যাথলজিক্যাল ল্যাব রিপোর্টে হাতে স্বাক্ষর বাধ্যতামূলক
  • ০৫ জানুয়ারি ২০২৬
মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ২
  • ০৫ জানুয়ারি ২০২৬
পাহাড়ের দুর্গম স্থানে অস্ত্র কারখানা সন্ধান, বিপুল পরিমাণ স…
  • ০৫ জানুয়ারি ২০২৬