ওয়েবিনারে ১৫ দিনব্যাপী আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ১১:১৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২০, ১১:৫০ PM
‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি: শেখ মুজিবুর রহমান’-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মুক্ত আসরের উদ্যোগে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক সম্মেলন-আইবিসিএমআর-২০২০। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির আয়োজনে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
ওয়েবিনারে এই সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, মুক্ত আসরের প্রধান উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা এমএসএ মনসুর আহমেদ, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতি সেলিনা হোসেন, সভাপতিমন্ডলীর সদস্য ইতিহাসবিদ অধ্যাপক একেএম শাহনাওয়াজ, অধ্যাপক এমরান জাহান, ড. আবেদা সুলতানা, রাশেদা নাসরীন, নুরুন আখতার ও জাতীয় মানসিক হাসপাতালের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ।
বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতিত্ব সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তিনি বলেন, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির আয়োজনে প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আর্ন্তজাতিক সম্মেলন যা ওয়েবিনারের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। ইতিহাস অলিম্পিয়াড কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সহআয়োজকদেরও তিনি ধন্যবাদ জানান।
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, এই দিনটি আমি ব্যক্তিভাবে মনে করি, শুধু শোকের দিন নয়, বঙ্গবন্ধুর কাছ থেকে পাওয়া শক্তির দিনও। আমরা শোক এবং শক্তিকে এক করে দেখবো। শক্তির যে জায়গায়, যখন আমরা বঙ্গবন্ধু রাজনীতি, সামাজিক দর্শন আমাদেন জীবনে ধারণ করব তখনই সেটা শক্তিতে রুপান্তর করা।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনিরা পারভীনের বঙ্গবন্ধুর উপর নৃত্যালেখ্য পরিবেশনার মাধ্যমে দিয়ে দ্বিতীয় দিন শুরু হয়। এরপর মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ ও রাত ৮.১৫ মিনিটে বঙ্গবন্ধুর শৈশবে বেড়ে ওঠা এবং রাজনৈতিক চেতনার প্রকাশ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও কথাসাহিত্যি আনিসুল হক এবং সাড়ে ৯টায় লেখক ও্ গবেষক প্রিয়জিৎ দেবসরকার।
১৫ দিনের এই সম্মেলনে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, পেরু, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের থেকে ২১জন খ্যাতিমান শিক্ষক, গবেষক, লেখক, নির্মাতা, চিত্রশিল্পী, সাংবাদিক ও মানবাধিকার কমী অংশ নিতেছেন। আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরের গুরুত্বপূর্ণ ২১টি বিষয়ের উপরে প্রবন্ধ উপস্থাপন করা হবে।