করোনায় ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দারের মৃত্যু

  © ফাইল ফটো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত প্রবীণ চিকিৎসক ও ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দার আর নেই। আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

ডা. সাঈদ হায়দারের বড় ছেলে বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আশরাফ হায়দার জানান, তার বাবা করোনা পরবর্তী নিউমোনিয়াতে আক্রান্ত হন।

আজ বাদ মাগরিক ডাঃ সাঈদ হায়দারের নামাজের জানাযা শেষে উত্তরা চার নম্বর সেক্টরে তাকে দাফন করার কথা রয়েছে।

জানা যায়, রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একুশে পদক জয়ী সাঈদ হায়দার। এর আগেও তিনি করোনায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে পর পর দুইবার করোনা নেগেটিভ রিপোট আসে।


সর্বশেষ সংবাদ