শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জুন ২০২০, ১২:২৭ AM , আপডেট: ১১ জুন ২০২০, ১২:২৭ AM
আজ ১১ জুন। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস। ১২ বছর আগে এই দিনে দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর তিনি মুক্তি পেয়েছিলেন। সেনা সমর্থিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে জামিন পেয়ে ২০০৮ সালের আজকের এই দিনে তিনি কারামুক্ত হন।
এদিকে প্রতিবছর নানা আয়োজনে দিনটি পালন করে থাকে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো। কিন্তু এ বছর বৈশ্বিক মহামারী করোনার কারণে সৃষ্ট সঙ্কটে শেখ হাসিনার নির্দেশে সবধরনের জনসমাগমপূর্ণ রাজনৈতিক কর্মসূচী পরিহার করায় কারামুক্তি দিবস উপলক্ষে কোন রাজনৈতিক কর্মসূচী পালন করছে না দলটি। তবে স্বাস্থ্যবিধি মেনে যার যার জায়গা থেকে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ধানমন্ডির বাসভবন থেকে শেখ হাসিনা গ্রেফতার হন। গ্রেফতার করে প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটক রাখা হয়। বেশ কয়েকটি মামলায় কারাগারের অভ্যন্তরে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ বিবেচনায় এবং জরুরি অবস্থার মধ্যেই নিয়মতান্ত্রিক আন্দোলন ও প্রতিবাদের মুখে উন্নত চিকিৎসার প্রয়োজনে আট সপ্তাহের জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায়ই তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়।
২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে। পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি তার নেতৃত্বাধীন আওয়ামী লীগসহ মহাজোট সরকার গঠিত হয়।