সৈয়দ মনজুরুল ইসলামের শেষযাত্রা শনিবার, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন সকাল ১১টায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:০৫ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১০:০৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ আগামীকাল শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান, আজ শুক্রবার রাতে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। শনিবার সকাল সাড়ে ১০টায় মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আনা হবে। সেখানে সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানাবেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে মরদেহ।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সৈয়দ মনজুরুল ইসলাম শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন এক অনন্য সাহিত্যস্রষ্টা। কথাসাহিত্য, প্রবন্ধ, অনুবাদ ও সমালোচনাসহ নানা মাধ্যমে তাঁর অবদান দেশ-বিদেশে সমাদৃত। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন এবং পরবর্তীতে ইমেরিটাস অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন।
সাহিত্যচর্চার পাশাপাশি তিনি ছিলেন ‘কালি ও কলম’ সাহিত্য পত্রিকার সম্পাদকমণ্ডলীর সঙ্গে যুক্ত। তরুণ লেখকদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ও অনুপ্রেরণাদায়ী মনোভাব তাঁকে সাহিত্যজগতে এক প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছিল।
তাঁর মৃত্যুর খবরে সাহিত্যাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অনেক লেখক ও শিক্ষার্থী সামাজিক মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন, লিখেছেন তাঁকে নিয়ে নানা কথা।