অধ্যাপক আনিসুজ্জামানের সম্মানী ভাতা ১ লাখ ২৮ হাজার

২৮ নভেম্বর ২০১৮, ১০:১৭ AM
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সম্মানী ভাতা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে প্রাপ্য বেতন-ভাতা বিবেচনায় তার সম্মানী ১ লাখ ২৮ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

জারিকৃত আদেশে বলা হয়, জাতীয় অধ্যাপকরা কোনও বেতন পান না, নির্ধারিত হারে সম্মানী পান। এ সম্মানীর পরিমাণ (৭৮ হাজার টাকা) বাড়ানোর আপাতত কোনও সুযোগ নেই। জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান আগে যেহেতেু ইমেরিটাস অধ্যাপক ছিলেন, সেহেতেু জাতীয় অধ্যাপক পদে নিয়োগ পাওয়ার পর তার আগের পদের সম্মানী ১ লাখ ২৮ হাজার ৯৪০ টাকা নিতে পারেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জাতীয় অধ্যাপকের সম্মানী ৭৮ হাজার টাকা। এই সম্মানী বৃদ্ধির কোনও সুযোগ না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ড. আনিসুজ্জামান যে পরিমাণ বেতন-ভাতা পেতেন সেই পরিমাণ সম্মানীর জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চায় শিক্ষা মন্ত্রণালয়। অর্থ বিভাগের অনুমতির পর তাকে জাতীয় অধ্যাপকের নির্ধারিত সম্মানী থেকে বাড়িয়ে আগের পদের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক) সমপরিমাণ সম্মানী নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, গত ১৯ জুন ড. আনিসুজ্জামানসহ তিনজনকে জাতীয় অধ্যাপক নিয়োগ করে সরকার। বাকি দুজন হলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ট্রাস্টি বোর্ডের সদস্য ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

দেশের কোনো জেলায় মেডিকেল কলেজবিহীন থাকবে না : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে …
  • ২৩ জানুয়ারি ২০২৬
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬
সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবির বি ও সি ইউনিটে শততম নুহা—জাবি ও শাবিতে পজিশন ৫০-এর নি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ফিক্সিং অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
  • ২৩ জানুয়ারি ২০২৬