ডা. মিলনের সমাধিতে বিএসএমএমইউ উপাচার্যের শ্রদ্ধার্ঘ্য অর্পণ

২৭ নভেম্বর ২০১৮, ১২:৫১ PM
শহীদ ডা. মিলন চত্বরে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা জানান বিএসএমএমইউ উপাচার্য

শহীদ ডা. মিলন চত্বরে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা জানান বিএসএমএমইউ উপাচার্য © টিডিসি ফটো

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) প্রাঙ্গণে মিলনের সমাধিতে ও টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলন চত্বরে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। ৯০’র গণঅভ্যুত্থানে স্বৈরশাসন বিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত

মঙ্গলবার সকালে তার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও পুস্পার্ঘ্য অর্পণকালে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া শ্রদ্ধা নিবেদনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. আবু তাহের, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. আহসান হাবীব হেলাল, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, সার্জারি বিভাগের আরএস সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, উপ- রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, স্বাচিপ নেতা ডা. মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিটু, বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, সহকারী পরিচালক ডা. বেলাল এইচ সরকারসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রী, চিকিৎসক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর শহীদ ডা. মিলনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। একই স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬