সচিবালয়ে কঠোর নিরাপত্তা, ঢুকতে পারছেন না সাংবাদিকরাও
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:৪১ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:৫৪ PM
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবির সদস্যদের। ঢুকতে পারছেন না অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকরাও।
আজ মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়কে।
সরেজমিনে সচিবালয়ের সামনে দেখা যায়, সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছেন। মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবির সদস্যদের। কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: ঢাবি ভর্তিতে জুলাই শহীদ ও আহতদের জন্য কোটা নয়, আর্থিক সুবিধা থাকবে
এর আগে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় সচিবালয়ে দর্শনার্থীর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব আবদুল্যাহ আল জাবেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৭ মে (মঙ্গলবার) সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন বাংলাদেশ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম।