বাংলাদেশকে ২ হাজার ৩৬৯ জনের জাতীয়তা যাচাই করতে বলল ভারত

রণধীর জয়সোয়াল
রণধীর জয়সোয়াল  © সংগৃহীত

ভারতে অবৈধভাবে বসবাস করা ২ হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। বৃহস্পতিবার (২৩ মে) মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  

জয়সোয়াল বলেন, ভারতে যারা অবৈধভাবে বসবাস করছেন, তারা যে দেশের নাগরিকই হোন, স্থানীয় আইন ও রীতি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে  ভারতে অনেক বাংলাদেশি নাগরিক রয়েছেন, যাদের ফেরত পাঠানো প্রয়োজন। আমরা বাংলাদেশ সরকারকে তাদের জাতীয়তা যাচাইয়ের অনুরোধ করেছি। 

তিনি বলেন, আমাদের কাছে দুই হাজার ৩৬৯ জনের একটি তালিকা রয়েছে, যাদের ফেরত পাঠানো হবে। তাদের মধ্যে অনেকেই কারাভোগ শেষ করেছেন। এদের ফেরত পাঠাতে তাদের নাগরিকত্ব যাচাই করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে জাতীয়তা যাচাই ২০২০ সাল থেকে ঝুলে আছে। বাংলাদেশের উচিত বিষয়টির দ্রুত নিষ্পত্তি করা।

কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর মহড়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল বলেন, সব ঘটনার ওপরেই তীক্ষ্ণ নজর রাখা হয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।


সর্বশেষ সংবাদ