মাকে নিয়ে আবেগঘন চিঠি পূজার

১১ মে ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৭:১৬ PM
মায়ের সঙ্গে পূজা চেরি

মায়ের সঙ্গে পূজা চেরি © ফাইল ছবি

গত বছরের ২৪ মার্চ মাকে হারিয়েছেন পূজা চেরি। মায়ের মৃত্যুর এক বছরের বেশি হলেও প্রতি মুহূর্তেই মাকে মনে পড়ে এ অভিনেত্রীর। রোববার (১১ মে) প্রয়াত মার কাছে চিঠি লিখেছেন তিনি। নিচে দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য পূজা চেরির চিঠিটি হুবহু তুলে ধরা হলো-

বুকে কী যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি, কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরও বুকটা ভারী হয়ে ওঠে। মনে হয় পৃথিবীর সবচেয়ে ভারী পাথর আমার বুকে।

মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি...। যে মানুষটা তার মেয়েকে এক মিনিটের জন্য চোখে হারাত না, সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে কত দূরে আছে!!!!

ওরে আমার মা, বলো না কেমন আছো? ভালো আছো তো? আমি কিন্তু ভালো আছি। কেন ভালো আছি জানো? কারণ তুমি যেন ওই দূরে ভালো থাকো। তোমাকে তো আমি দেখতে পারছি না, তুমি তো দেখতে পারছ। খালি মনে হয় ইশশ তোমাকে যদি আমি দেখতে পারতাম শুধু, আর কেউ না দেখুক। কিন্তু বাস্তবতা তো আলাদা। যখনই বাস্তবতায় ফিরে আসি, কিছুতেই মানতে পারি না তুমি বহুদূরে, যেখানে গেলে কেউ আসতে পারে না।

জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হা হা হা তারা কী জানে যে, মেয়েটা তার মায়ের মতোই। তুমিই তো সব শিখিয়েছ মামুনি।

একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে। ও মা , মা গো তুমি কি আসলেই ভালো আছো মা?

আমি কিন্তু ভালো আছি মা। ইশশ ভুলেই গেছি, আমি মিথ্যা বললে তুমি ধরে ফেল। তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে, আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নিই।

এই মনকে কীভাবে বোঝাই—শুধু এই ৩৬৫ দিন না, যতদিন বেঁচে আছি, ততদিন তোমার ওই মায়াবী মুখ আর দেখতে পাব না, তোমার স্পর্শ পাব না। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি। তবে দেখা হবে তো অবশ্যই। প্রস্তুত থেকো।’

মিজানুর রহমান আজহারীর ভয়েস ক্লোন করে প্রতারণা, বিব্রতকর বিজ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
ঢাবি চিকিৎসা অনুষদের নতুন ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইসির পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার শঙ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি রূপপুর বিদ্যুৎকেন্দ্রে, পদ ২৮৫, আবেদন শু…
  • ১৯ জানুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাবা পরিত্যক্ত আফিয়াকে বাড়ি করে দিলেন তারেক রহমান
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9