২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে বাংলাদেশি দর্শকদের জন্য যুক্তরাষ্ট্রের সুখবর

  © সংগৃহীত

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে উত্তর আমেরিকার তিন দেশ—কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। এ বিশ্বকাপে যারা যুক্তরাষ্ট্রে দর্শক হিসেবে অংশ নিতে চান, তাদের জন্য সুখবর দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

শুক্রবার (২ মে) দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এক পোস্টে বিশ্বকাপ দেখতে আগ্রহীদের দ্রুত ভিসার জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

পোস্টে জানানো হয়, কানাডা ও মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এজন্য আমরা একটি নিরাপদ ও সুরক্ষিত ভিসা প্রক্রিয়া নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছি। আগ্রহীদের আমাদের কার্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়।

ভিসার আবেদনপত্রের নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীদের ভিসা সাক্ষাৎকারের জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটে সশরীরে উপস্থিত হতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

এছাড়া আবেদনকারীদের অবশ্যই সঠিক ধরনের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ভুল ধরনের অ্যাপয়েন্টমেন্ট বুক করলে তা বাতিল হতে পারে এবং কনস্যুলার বিভাগে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

যেসব আবেদনকারী গত ১২ মাসের মধ্যে ২১৪(b) ধারায় ভিসা প্রত্যাখ্যাত হয়েছেন (এবং পরবর্তীতে ভিসা পাননি), তাদের অবশ্যই “Previously Refused” (পূর্বে প্রত্যাখ্যাত) বিকল্পটি বেছে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নির্দেশনা সঠিকভাবে অনুসরণ না করলে সাক্ষাৎকারের আগেই অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হতে পারে।

বিস্তারিত জানতে [এখানে ক্লিক করুন]।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence