জিআই স্বীকৃতি পেল দিনাজপুরের বেদানা লিচু

বেদানা লিচু
বেদানা লিচু  © ফাইল ফটো

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকায় এবার যুক্ত হলো দিনাজপুরের বিখ্যাত বেদানা লিচু। অপূর্ব স্বাদ, পাতলা খোসা, রসালো শাঁস ও ছোট বীজের জন্য খ্যাত এই লিচু এবার পেল সরকারি স্বীকৃতি।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর জেলার পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জিআই সনদ গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক নূরে আলম।

জিআই স্বীকৃতি পাওয়ায় দিনাজপুরের কৃষকরা যেমন উচ্ছ্বসিত, তেমনি দেশের কৃষিভিত্তিক অর্থনীতিতেও এ ফল নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা সংশ্লিষ্টদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিল্প সচিব ওবায়দুর রহমান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেখানে আরও জানানো হয়, এ পর্যন্ত বাংলাদেশে ৫৫টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে এবার একসঙ্গে নতুন ২৪টি পণ্য যুক্ত হলো।

আরো পড়ুন: জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

এ পণ্যগুলোর মধ্যে দিনাজপুরের বেদানা লিচুর পাশাপাশি ছিল—সুন্দরবনের মধু, মাগুরার হাজরাপুরী লিচু, ভোলার মহিষের দুধের দই, সিলেটের মণিপুরি শাড়ি, সিরাজগঞ্জের গামছা, এবং আরও অনেক।

জিআই সনদপ্রাপ্তির মাধ্যমে দিনাজপুরের বেদানা লিচুর পরিচিতি এখন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়বে, রপ্তানির সুযোগ বাড়বে এবং কৃষকরা পাবেন ন্যায্য মূল্য। দিনাজপুরের মাটি, জলবায়ু ও চাষাবাদ পদ্ধতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত এই ফল এখন শুধু একটি লিচু নয়, বরং দিনাজপুরের সাংস্কৃতিক পরিচয়ের অংশ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence