তুরিন আফরোজের স্কুলপড়ুয়া মেয়ের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল

২৫ এপ্রিল ২০২৫, ০৪:০৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০২ PM
ব্যারিস্টার তুরিন আফরোজ ও তার মেয়ে তেজস্বী তুরিন সুমেধা

ব্যারিস্টার তুরিন আফরোজ ও তার মেয়ে তেজস্বী তুরিন সুমেধা © ফেসবুক থেকে সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ একাধিক মামলায় কারাগারে আছেন। বাড়িতে একা আছে তার স্কুলপড়ুয়া মেয়ে তেজস্বী তুরিন সুমেধা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মা তুরিন আফরোজকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছে সে।  ওই স্ট্যাটাসে দশম শ্রেণির শিক্ষার্থী তেজস্বী জানিয়েছে, ওর মায়ের কথা, পরিবারের কথা। দাবি জানিয়েছে, ওর মায়ের জন্য ন্যায়বিচার। ইতোমধ্যে ওর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।  অসংখ্য মানুষ তা শেয়ার দিয়েছে।

তেজস্বী নিজের পরিচয় দিয়ে শুরু লিখেছে,  ‘আমি তেজস্বী তুরিন সুমেধা। আমার মায়ের নাম তুরিন আফরোজ। আমার বাবার নাম সৈয়দ মহম্মাদ ময়ীন। বর্তমানে আমার এখন ১৭ বছর। আমি দশম শ্রেণির ছাত্রী। আমার জন্ম হয় ২০০৭ সালের ১৯ ডিসেম্বর। আমি আমার বাবা-মায়ের একমাত্র সন্তান।’

নিজের পরিবারে কথা জানিয়ে সে আরও লিখেছে,  ‘আমার মা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর ছিলেন। আমার বাবা-মায়ের তালাক হয় ২০২০ সালে। আমি ছোটকাল থেকেই আমার নানা বাড়িতেই বড় হয়েছি। আমার নানা মারা যান ০৩/০১/২০১৭ সালে।’

বিভিন্ন পরিস্থিতির জন্য মানসিক যন্ত্রণা ও একাকিত্বের কথা লিখেছে তেজস্বী। স্ট্যাটাসে সে আরও লিখেছে, ‘ছোটকাল থেকেই আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমাকে ছোটকাল থেকেই শেখানো হয়েছে যে, আমাকে সব কিছু একা করতে হবে এবং নিজেকে নিজেই সামলাতে হবে। আমি খুব তাড়াতাড়ি বাস্তবতাটাকে মেনে নিয়েছি এবং এখনও তাই করে যাচ্ছি। ছোটকাল থেকে আমাকে সবাই আমার বাবা-মায়ের ইস্যুতে নানান রকম কথা বলতো। তা অবশ্য আমার বুঝতে একটু দেরি হয়েছিল। তারপর থেকেই আমি নিজেকে সামলিয়ে নিয়েছি। আমার এখন কোন বন্ধু-বান্ধব নেই, তবে তাতে আমার কোন আফসোসও নেই। কারণ আমি একাকিত্বকে গ্রহণ করে নিয়েছি। আমি এখন শুধু নিজের লক্ষ্যের উপর কাজ করে যাচ্ছি।’

মা তুরিন আফরোজের জন্য ন্যায়বিচার প্রত্যাশা করে সে লিখেছে, ‘গত ৭ এপ্রিল, আমার মা তুরিন আফরোজকে মো. জব্বারকে হত্যার চেষ্টার মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কোনও গ্রেপ্তার বা তল্লাশি পরোয়ানা ছাড়াই আমাদের বাড়িতে এসেছিল। তারা আমাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে কিন্তু কিছুই পায়নি। আমার মা এই দেশের জন্য কাজ করেছেন এবং বিনিময়ে তার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। আমি আমার মায়ের জন্য ন্যায়বিচার চাই।’

এআই বিষয়ক গবেষণায় ২ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ পেল পাবিপ্রবি
  • ২০ জানুয়ারি ২০২৬
খুবির কত মেরিট পর্যন্ত ভর্তির সুযোগ পেলেন শিক্ষার্থীরা, আসন…
  • ২০ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ‘জিয়া কর্নার’ চালু করল ছাত্রদল
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজশাহীকে হতাশায় ডুবিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • ২০ জানুয়ারি ২০২৬
এনসিপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের বৈঠক
  • ২০ জানুয়ারি ২০২৬
র‌্যাম্পে হাঁটল পোষা প্রাণী—ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগ …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9