চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ফেনীতে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন 

ফেনীতে মানববন্ধন
ফেনীতে মানববন্ধন  © টিডিসি ফটো

চীনের অর্থায়নে প্রস্তাবিত ১,০০০ শয্যাবিশিষ্ট চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল কলেজ ও হাসপাতাল ফেনীতে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফেনীর সচেতন নাগরিক সমাজ। আজ শনিবার (১৯ এপ্রিল) ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে ফেনীর সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্টজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রামের মাঝামাঝি অবস্থিত ফেনী জেলা যাতায়াতের জন্য আশপাশের বহু জেলার ট্রানজিট পয়েন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিগত সময়ে এটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিজ জেলা হওয়ায় নানা কারণে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। রেমিট্যান্স সমৃদ্ধ এই জেলায় এখনো সরকারি উদ্যোগে গড়ে ওঠেনি প্রয়োজনীয় ও মানসম্মত কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। স্থাপিত হয়নি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজও।

তারা আরও বলেন, ফেনী ও আশপাশের জেলার মানুষের যদি কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, তবে চিকিৎসার জন্য ছুটে যেতে হয় চট্টগ্রাম বা ঢাকায়। যাতায়াতজনিত দুর্ভোগের কারণে অনেক সময় জীবনহানির ঘটনাও ঘটছে। এই প্রেক্ষাপটে ফেনীতে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল’ প্রতিষ্ঠা করা সময়োপযোগী ও অত্যন্ত যৌক্তিক পদক্ষেপ বলে মনে করেন ফেনীর সর্বস্তরের মানুষ।

আয়োজিত মানববন্ধনে ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ড্যাব এর ফেনী জেলা সাধারণ সম্পাদক ডাক্তার মোবারক হোসেন দুলাল। 

আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মোজাফফর আহমদ, সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনীর সাধারণ সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ফেনীর সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, জেলা প্রাইভেট ডায়াগনস্টিক হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল মোতালেব হুমায়ন।

উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম সমিতির সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন মজুমদার ও জেলা ইমাম সমিতির সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সংগঠক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহ ওয়ালী উল্লাহ মানিক, আল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আলাউদ্দিন নুরী, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমীন রিজভী, ডিবিসির ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞা, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence