ওয়াজ মাহফিলে না গিয়েও নেন টাকা, বক্তার বিরুদ্ধে মামলা
- সাতক্ষীরা প্রতিনিধি
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ PM

ইসলামী বক্তা মাওলানা মুফতি মো. বজলুর রশীদ মিঞার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পূর্বচুক্তি অনুযায়ী সম্মানী গ্রহণ করেও নির্ধারিত ওয়াজ মাহফিলে উপস্থিত হননি ওই বক্তা। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শেখ আজাহারুল ইসলাম।
বুধবার (১৬ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামায়ত আলী গাজী বাদী হয়ে সাতক্ষীরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২য় আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক রাফিয়া সুলতানা বিষয়টি আমলে নিয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ২৫ মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৯ ও ১০ এপ্রিল মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে মাওলানা বজলুর রশীদকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তার সঙ্গে ১ লাখ ২০ হাজার টাকায় চুক্তি হয় বলে দাবি করা হয়েছে। এর মধ্যে নগদ ৮০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়।
আরও পড়ুন: গাজায় গণহত্যার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে ১০ হাজার শিক্ষার্থীর বিক্ষোভ
তবে মাহফিলের নির্ধারিত দিনে বক্তা উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ শ্রোতারা মাদ্রাসার প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ভাঙচুর করে। পরবর্তীতে টাকা ফেরত চাইলে বক্তার পক্ষ থেকে হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।
এ বিষয়ে মাওলানা বজলুর রশীদের বক্তব্য জানতে চাওয়া হলে, তার পক্ষ থেকে এক ফোনালাপে জানানো হয়, তিনি শারীরিক অসুস্থতা এবং অপারেশনের কারণে উপস্থিত হতে পারেননি। তিনি আরও দাবি করেন, তাকে জোরপূর্বক অনুষ্ঠানের প্রধান অতিথি বানানো হয় এবং পূর্বানুমতি ছাড়াই বিকাশে ২০ হাজার টাকা পাঠানো হয়। নগদ অর্থ গ্রহণের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন তিনি।