ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট পালন

ধর্মঘট
ধর্মঘট  © টিডিসি ফটো

ফিলিস্তিনের গাজায় নির্যাতিত, নিপীড়িত ও নিরীহ জনগণের প্রতি সংহতি জানিয়ে বিভাগীয় নগরী রংপুরে আধাবেলা ধর্মঘট পালন করেছে ব্যবসায়ীরা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রংপুর চেম্বার অব কমার্স ও বাংলাদেশ দোকান মালিক সমিতির রংপুর জেলা এবং মহানগর শাখার উদ্যোগে নগরীর সব দোকানপাট বন্ধ রাখা হয়। তবে খোলা ছিল কাঁচাবাজার, ওষুধের দোকানসহ জরুরি পণ্যের দোকানপাট। 

সরেজমিনে দেখা গেছে, রংপুর নগরীর ছোট-বড় বিপণিবিতান, শপিংমল এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। ফিলিস্তিনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের মদদপুষ্ট কৃত্রিম রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে নিজ নিজ দোকান বন্ধ করে সংহতি ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন ব্যবসায়ীরা। 

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলী বলেন, ‘নগরীর সকল দোকানপাট বন্ধ রেখে আধবেলা ধর্মঘট পালন করা হয়েছে। এতে রংপুর নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের নেতারা, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবীদ সহ নানা শ্রেণি পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নিয়েছে।’ 

এ সময় ব্যবসায়ী নেতা তানভীর হোসেন সরকারকে ইসরায়েলি পণ্যের তালিকা প্রকাশ ও সেই পণ্য বাংলাদেশে আমদানি বন্ধের দাবি জানান।

সমাবেশে ফিলিস্তিনি শহীদদের জন্য দোয়া করেন ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ। পরে এক বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর প্রেসক্লাবের সামনে এসে  দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence