ঠাকুরগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ছাত্র-জনতার 

হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন  © টিডিসি ফটো

১ হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম, জুলাই যোদ্ধা, নাগরিক উন্নয়ন ফোরাম, সর্বস্তরের জনগণ সহ বিভিন্ন ব্যানারের আয়োজনে চৌরাস্তায় ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

ঠাকুরগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপনের করার জন্য একাত্মতা ঘোষণা করে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক, সাংস্কৃতিক সহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন, সমাজকর্মী মাসুদ আহম্মেদ সুবর্ণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

১ হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী তিনটি হাসপাতাল প্রস্তাবিত করায় চীন ও বর্তমান সরকারের ধন্যবাদ জানিয়ে বক্তব্যে তারা বলেন, প্রস্তাবিত তিনটি হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল রংপুর বিভাগের প্রতিষ্ঠা করা হবে বলে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ইতোমধ্যে রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে রংপুর, নীলফামারী ও দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ বিশ্ববিদ্যালয় এবং ইপিজেড করা হয়েছে। 

তারা বলেন, কিন্তু আজ অবধি ঠাকুরগাঁওয়ে কোনো মেডিকেল কলেজ বা ভালো মানের কোন শিক্ষা প্রতিষ্ঠান করা হয়নি। এমনিতেই রংপুর  একটি বিভাগ। তারপরেও রংপুরে অন্যান্য জেলার তুলনায় ঠাকুরগাঁও জেলা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাই চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি নীলফামারী বা অন্য কোন জেলায় না দিয়ে ঠাকুরগাঁয়ে প্রতিষ্ঠার দাবি জানান তারা।

তারা আরও বলেন, হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠা করলে পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় এবং দিনাজপুরের একাংশের ৪০ লাখ মানুষ এখানে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন ও উপকৃত হবেন। শুধু ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুরের মানুষ না, এখানে হাসপাতালটি করা হলে পার্শ্ববর্তী দেশ সিকিম, ভুটান ও চীনের মানুষও এখান থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। 

তারা বলেন, বর্তমানে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর সহ বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসার জন্য ছুটে যাচ্ছেন ভারতে। এ দেশের মানুষ আর ভারতের উপর নির্ভরশীল হতে চায়না। তাই চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠার করার দাবি জানান সর্বস্তরের ছাত্র-জনতা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence