বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নজর কেড়েছে ঐতিহ্যের মক্তব

উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ
উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ  © টিডিসি ফটো

ফেনীতে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় এক বিশাল আনন্দ শোভাযাত্রা, এটি মুহূর্তেই রঙে, সুরে আর ঐতিহ্যের আবহে রূপ নেয় বৈশাখী উৎসবে।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পুরাতন জেল রোডের পিটিআই স্কুল মাঠে, যেখানে উদ্বোধন করা হয় সাতদিনব্যাপী লোকজ ও সাংস্কৃতিক মেলা। জেলা প্রশাসক সাইফুল ইসলাম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, পুলিশ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণিপেশার মানুষ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গ্রামীণ ঐতিহ্যকে প্রাণবন্ত করে তোলেন নানান শিল্পরূপে। মুখোশ, হুটতোলা রিকশা, মাছ ও পাখির প্রতিকৃতি, লোকশিল্প এবং সবচেয়ে বেশি নজর কাড়ে ঐতিহ্যবাহী মক্তবের পুনরাবৃত্তি। ছোট্ট ছোট্ট শিশুদের মক্তবের পোশাকে দেখা গেলে উৎসুক জনতার নজর কাড়ে সেটিই। হারিয়ে যেতে বসা গ্রামীণ শিক্ষার প্রতীক এই মক্তব যেন মুহূর্তেই ফিরে আনে শৈশবের স্মৃতি।

শোভাযাত্রায় অংশ নেওয়া ফেনী সাংস্কৃতিক পরিষদের সংগঠক ওসমান গনি রাসেল বলেন, “আমাদের শোভাযাত্রার মূল বার্তা ছিল শেকড়ের প্রতি ফিরে যাওয়া। ঐতিহ্যবাহী মক্তবসহ ইসলামী সংস্কৃতির বিভিন্ন চিত্র সকলের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এমন আয়োজন আমাদের সাংস্কৃতিক চেতনা আরও গভীর করে।”

একই সুরে কথা বলেন অংশগ্রহণকারী মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বলেন, এবারের বর্ষবরণের শোভাযাত্রা ব্যতিক্রমধর্মী। শুধু বিনোদন নয়, শিক্ষামূলক ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার এক বাস্তব প্রয়াস এটি। মক্তবের প্রতিকৃতি আমাদের শৈশবকে স্মরণ করিয়ে দিয়েছে। নতুন প্রজন্ম এর মাধ্যমে শিকড়ের সঙ্গে সংযোগ অনুভব করতে পারছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ উদযাপন আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তবে আইন ও সামাজিক মূল্যবোধের সুরক্ষা বজায় রেখে সবাইকে এ উৎসবে অংশ নিতে হবে। কেউ যাতে অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পুরনো সব অসুন্দরকে পেছনে ফেলে আমরা সমৃদ্ধ ফেনীর পথে এগিয়ে যাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া ইসলাম, ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির আহমেদ মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence