বিডিআর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ১৮ জনকে সাক্ষ্য দেওয়ার আহবান

বিডিআর বিদ্রোহ
বিডিআর বিদ্রোহ  © বিবিসি বাংলা

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত হত্যাকান্ডের বিষয়ে সাক্ষ্য দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮ জনের প্রতি আহবান জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আজ রবিবার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে ১৮ জনের অধিকাংশই জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

শেখ হাসিনা ছাড়াও বিজ্ঞপ্তিতে নাম আসা অন্যরা হলেন, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক (অব.),  ঢাকা দক্ষিন সিটি কর্পরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, র‌্যাবের সাবেক ডিজি হাসান মাহমুদ খন্দকার, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাংবাদিক মুন্নী সাহা, জ ই মামুন ও মনজুরুল আহসান বুলবুল।

এ ছাড়া সাবেক এমপি এইচ এম গোলাম রেজা, ওয়ারেসাত হোসেন বেলাল, আনিসুল ইসলাম মাহমুদ ও নুরুল ইসলাম, সাবেক ওয়ার্ড কমিশনার সুরাইয়া বেগম ও লিটন ওরফে লেদার লিটনের নাম রয়েছে। নিজেরা হাজির হয়ে বা অনলাইনে এ সাক্ষ্য দেওয়া হবে। 

কমিশনের কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য প্রদান: কমিশনের কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য প্রদানে আগ্রহী ব্যক্তিরা +৮৮০১৭১৪০২৬৮০৮ মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে অথবা commission@bdr-commission.org ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে সাক্ষাতের সময়সূচি নির্ধারণপূর্বক কমিশনের কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করতে পারবেন ।

আরো পড়ুন: চারুকলায় ফের তৈরি করা হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’

অনলাইনে: অনলাইনে সাক্ষ্য প্রদানে আগ্রহী ব্যক্তিগণ +৮৮০১৭১৪০২৬৮০৮ মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে অথবা commission@bdr-commission.org ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে সাক্ষাতের সময়সূচি নির্ধারণপূর্বক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য প্রদান করতে পারবেন ।

বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে তাদের প্রস্তাবিত সময়সূচি কমিশনকে ফোন অথবা ইমেইল অথবা পত্রের মাধ্যমে কমিশনের ঠিকানায় লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। সাক্ষীগণের অসহযোগিতার ক্ষেত্রে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence