উইলস লিটল ফ্লাওয়ারের অ্যাডহক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ

শিক্ষার্থীদের অবস্থান
শিক্ষার্থীদের অবস্থান  © সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে তারা অবস্থান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বিনা অপরাধে ঈদের ছুটির মধ্যে কয়েকজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। অর্থের বিনিময়ে যৌন হয়রানি ও দুর্নীতির দায়ে অভিযুক্ত শিক্ষককে পুনর্বহালের চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতির দায়ে অভিযুক্ত নীপার শারমিনকে স্থায়ী করা হয়েছে।

ক্লাস, পরীক্ষার খাতা দেখা ও এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে যে সকল শিক্ষক দায়িত্বে অবহেলা করেছেন তাদের অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অথচ এসব কারণে তাদের শাস্তি পাওয়ার কথা ছিল। অ্যাডহক কমিটির মিটিংয়ে শিক্ষক প্রতিনিধিকে ধমকানো ও ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। এজন্য অ্যাডহক কমিটির বিলুপ্তি করা হোক।

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দাবিসমূহ হলো

অবিলম্বে শিক্ষকদের অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে; সকল অনিয়মের দায় নিয়ে সভাপতি ও অভিভাবক সদস্যকে পদত্যাগ করে চলে যেতে হবে; সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা (চাকরিরত আছেন) দ্বারা নতুন অ্যাডহক কমিটি গঠন করাতে হবে; সেনাবাহিনী থেকে একজন অধ্যক্ষ প্রেষণে নিয়োগ দিতে হবে এবং অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence