টিকিট কেটেও ট্রেনে চড়তে পারছেন না যাত্রীরা

  © সংগৃহীত

ঈদের ছুটি শেষে গন্তব্যে ফিরতে টিকিট কেটে রেখেছেন যাত্রীরা। তবুও গন্তব্যে যেতে পারছেন না তারা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত যাত্রী ওঠার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে তাদের কিছুই করার নেই।

সরেজমিনে দেখা যায়, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস নির্ধারিত সময়েই ময়মনসিংহ রেলস্টেশনে পৌঁছায়। তবে নিয়ম অনুযায়ী সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও ট্রেনটি ১০টা ৪৫ মিনিটে ছাড়ে। এসময় ট্রেনের ভেতরে এবং ছাঁদে ছিল যাত্রীদের ঠাসাঠাসি ভিড়। অনেক যাত্রী টিকিট কাটার পরও দাঁড়িয়ে যাওয়ার সুযোগ না পেয়ে ট্রেনে উঠতে দৌড়ান, কিন্তু সফল হননি। কারণ, মোহনগঞ্জ থেকেই ট্রেনের সব কোচ যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায়, এমনকি ছাঁদেও জায়গা ছিল না।

মো. নাইমুল হাসান নামে এক যাত্রী বলেন, নেত্রকোনার বারহাট্টা স্টেশন থেকে হাওর এক্সপ্রেসে ময়মনসিংহ স্টেশনে আসতে ৮৫ টাকার টিকিট ৯০ টাকা দিয়ে নিয়েছি। মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি বারহাট্টা স্টেশনে থামলে উঠার মতো পরিস্থিতি ছিল না। তবুও ধাক্কাধাক্কি করে ভেতরের এক কোনায় দাঁড়িয়ে ময়মনসিংহ স্টেশন পর্যন্ত এসেছি। এ স্টেশন পর্যন্ত আসতে মানুষের চাপের কারণে জীবন যায় যায় অবস্থা।

অজিফা খাতুন নামের আরেক যাত্রী বলেন, ট্রেনের টিকিট কাটার পরেও যাত্রীরা ট্রেনের ওঠার মতো পরিবেশ পাচ্ছে না। অনেকে ট্রেনের টিকিট না কেটেও গাড়িতে উঠে পড়েছে। এজন্য টিকিট কাটা বহু যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ট্রেনে উঠতে না পেরে কাউন্টারে টিকিট ফেরত দিতে গেলে টাকা ফেরত দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, রেলওয়ে যাত্রীদের আমরা নিরাপত্তা দিচ্ছি। ট্রেনে আসা-যাওয়ার ক্ষেত্রে কেউ যেনো চুরি-ছিনতাইয়ের কবলে না পড়ে, সেজন্য পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। ট্রেনের টিকিট কেটেও উঠতে না পারাসহ টিকিট ফেরত নেওয়া হবে কিনা স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ বলতে পারবে।

টিকিট থাকা সত্ত্বেও গন্তব্যে ফিরতে না পারার ব্যাপারে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট মো. নাজমুল হক বলেন, আজকে যাত্রীর চাপ সবচেয়ে বেশি বেড়েছে। ট্রেনের ভেতরে-বাহিরে যাত্রীদের ঢল নেমেছে। তাই ট্রেনের টিকিট কিনেও অনেকে ওঠার সুযোগ পাচ্ছে না। এমন ভোগান্তি নিরসনে আমাদের এ মুহূর্তে কিছু করার নেই। এছাড়া টিকিট কেনার পর টিকিট ফেরত নিয়ে টাকা ফেরত দেওয়ার কোনো নিয়ম নেই।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence