লোহাগাড়ায় ঈদ পুনর্মিলনী ও ইয়ুথ লিডারশিপ সামিট কাল

ঈদ পুনর্মিলনী ও ইয়ুথ লিডারশিপ সামিট
ঈদ পুনর্মিলনী ও ইয়ুথ লিডারশিপ সামিট  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়াস্থ বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া তরুণদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও ইয়ুথ লিডারশিপ সামিটের আয়োজন করতে যাচ্ছে ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশন-ঢাকা (সিডিএফ)। এই আয়োজনের সহযোগিতায় রয়েছে হায়াত হোল্ডিংস (প্রা.) লিমিটেড, ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ-ঢাকা ও ইয়ুথ লিডারশিপ ফোরাম-লোহাগাড়া।

আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় লোহাগাড়ার গ্র্যান্ড মাশাবি রেস্টেুরেন্টে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।  

সিডিএফের চেয়ারম্যান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাস্টার মেরিনার ও হায়াত হোল্ডিংস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. শওকত হোসেন, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক ড. মোমিনুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আব্বাস উদ্দীন, ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ-ঢাকার মেডিকেল ডিরেক্টর ও সহকারী অধ্যাপক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইলিয়াছ, ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নাহিদ হাসান।

আয়োজকরা জানান, যুব সমাজের উজ্জল ক্যারিয়ার গঠন এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে ২০১০ সাল থেকে কাজ করে যাচ্ছে সিডিএফ। এরই ধারাবাহিকতায় ঈদ পুনর্মিলনী ও ইয়ুথ লিডারশিপ সামিটের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে সাতকানিয়া-লোহাগাড়াস্থ বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া তরুণদের পাশাপাশি এই দুই উপজেলার সরকারি ও বেসরকারি সেক্টরে কর্মরতরা অংশ নেবেন। অনুষ্ঠানে জাতীয়ভাবে অবদান রাখা বিভিন্ন সেক্টরের নীতিনির্ধারকরা উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করবেন।

ঈদ পুনর্মিলনী ও ইয়ুথ লিডারশিপ সামিটের অন্যতম আয়োজক ডা. নাহিদ হাসান বলেন, সম্ভাবনাময়ী যুব সমাজের উজ্জল ক্যারিয়ার গঠন এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশন ২০১০ সালে প্রতিষ্ঠা লাভ করে। এটি প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন ধরণের ক্যারিয়ার সামিট, সেমিনার ও সামাজিক ট্যুরের আয়োজন করে আসছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence