ইন্টারকন্টিনেন্টালে সমন্বয়ক-উপদেষ্টাদের সুবিধা নেওয়ার দাবি, যা বলছে কর্তৃপক্ষ

০৩ এপ্রিল ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
হোটেল ইন্টারকন্টিনেন্টাল

হোটেল ইন্টারকন্টিনেন্টাল © সংগৃহীত

সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এসব খবরে দাবি করা হয়েছিল, বর্তমান সরকারের উপদেষ্টাসহ প্রাক্তন ছাত্র সমন্বয়কদের জন্য হোটেলটি বিনামূল্যে রুম ও অন্যান্য সেবা প্রদান করছে।

এছাড়া, প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, পাঁচ তারকা এই হোটেল গত ছয় মাসে ৫০০ কোটি টাকারও বেশি লোকসান করেছে এবং সরকারের উপদেষ্টারা ও প্রাক্তন ছাত্র সমন্বয়করা ১০টি রুম দীর্ঘ সময় ধরে দখল করে রেখেছেন। দাবি করা হয়, এসব কক্ষের জন্য কোনো ভাড়া পরিশোধ করা হয়নি এবং খাবার ও পানীয়ের বিলও পরিশোধ হয়নি।

এই সংবাদের পরিপ্রেক্ষিতে ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এসব খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। হোটেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এ ধরনের কোনো সুবিধা দেওয়া হয়নি এবং এসব গুজব শুধুমাত্র হোটেলের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, সংবাদ প্রকাশের আগে সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী হোটেল কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া উচিত ছিল, কিন্তু সংশ্লিষ্ট গণমাধ্যম তা না করেই ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে, যা অত্যন্ত দুঃখজনক।

ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা মানহানিকর এই সংবাদ প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে এবং দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

হোটেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

ক্যাম্পাসে সাউন্ড বক্স-মাইক বাজতে নিষেধাজ্ঞা জবি প্রশাসনের
  • ২২ জানুয়ারি ২০২৬
যশোরে প্রতীক বরাদ্দ: ছয় আসনে ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়
  • ২২ জানুয়ারি ২০২৬
‘যমুনা’ নামে আসছে নতুন বিশ্ববিদ্যালয়
  • ২২ জানুয়ারি ২০২৬
পে স্কেলের সুপারিশে সরকারি কর্মচারীদের মূল দাবির প্রতিফলন হ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতা প্রার্থিতা হারানোর পর হাসনাতের প্রতিদ্বন্দ্বী থ…
  • ২২ জানুয়ারি ২০২৬
সন্তানদের শিক্ষা ভাতা ১৫০০ টাকা বৃদ্ধির সুপারিশ পে-কমিশনের,…
  • ২২ জানুয়ারি ২০২৬