ভাইরাল তরমুজ বিক্রেতা রনি বললেন, ‘সবাই প্রতারণা করেছে’

২০ মার্চ ২০২৫, ১১:৩১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ PM
ভাইরাল তরমুজ বিক্রেতা মো. রনি

ভাইরাল তরমুজ বিক্রেতা মো. রনি © সংগৃহীত

‘ওই কিরে ওই কিরে’, ‘মধু রসমালাই’, তরমুজ বিক্রির সময় সুরে সুরে এমন নানা ধরনের কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন রাজধানীর কারওয়ান বাজারের এক বিক্রেতা। ‘মধু’ ভাই নামে ভাইরাল হওয়ার পর  বিক্রেতা মো. রনিকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেক মানুষ।

জানা গেছে, রনির বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর সংসার। কারওয়ান বাজারে প্রায় দেড় দশক ধরে মৌসুমি ফল বিক্রি করেন। তরমুজ বিক্রিতে হাতেখড়ি কিশোর বয়স থেকে। তিনি বলেন, তাঁর দাদা ও বাবা তরমুজের ব্যবসা করতেন। তাঁদের কাছ থেকে কোনটি পাকা, অর্থাৎ ভেতরে লাল রং ধারণ করা তরমুজ, তা চিনতে শিখেছেন।

এদিকে ভাইরাল হওয়ার পর কিছু প্রতিষ্ঠান রনিকে তাদের বিজ্ঞাপনে নিয়েছে। তবে তার দাবি, সবাই তার সাথে প্রতারণা করেছে। বিজ্ঞাপনে অংশ নিলে মোবাইল গিফট করবে বলে একটি দোকানে নিয়ে বিজ্ঞাপন করিয়েছে, কিন্তু তাকে শর্ত অনুযায়ী কিছুই দেয়নি। 

গণমাধ্যমকে রনি বলেন, ভাইরাল হওয়ার পর এখন তিনি লুকিয়ে থাকছেন। তাঁকে দোকানে দেখলেই ইউটিউবাররা ভিড় করেন। ভিডিও করতে চান। অনেক মানুষ ছবি তুলতে দোকানে যান। এতে তাঁর আর তরমুজ বিক্রি করা হয় না। পাশাপাশি আশপাশের বিক্রেতারা বিরক্ত হন। এ কারণে তাঁকে লুকিয়ে থাকতে হচ্ছে।

তিনি বলেন, ‘দোকানদারেরা বলছে, ভাই আপনার জন্য তো আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। তাই আমি এখন দোকানে থাকতে পারতেছি না। আমার কষ্ট হোক, তবু আমার কারণে আমি কারও ক্ষতি চাই না।’

বিজ্ঞাপন করে কত টাকা পেয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবাই আমার সাথে প্রতারণা করেছে। আমাকে মোবাইল গিফট করবে বলে একটি দোকানে নিয়ে বিজ্ঞাপন করে ছেড়েছে, কিন্তু আমাকে কিছুই দেয়নি। ডেকে নিয়ে তারা আমাকে টাকা দেয়নি, বরং নাটক করেছে।’ 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়িকার বিজ্ঞাপনেও নেওয়া হয়েছিল বলে দাবি করে রনি বলেন, ‘তারা বিজ্ঞাপন করেছে পুরস্কার দেবে বলে। কিন্তু পরে তারা ভাইগ্যা গেছে। আর কিছুই দেয়নি। যদিও আমি কারও কাছে টাকা চাই না।’

তিনি আরো বলেন, ‘শুধু পিৎজা বার্গ আমার কাছ থেকে কিছু তরমুজ কিনেছে। আর বাকি সবাই প্রতারণা করেছে। আমি টাকাপয়সা চাই না দাদা, আমি চাই ভালোবাসা।’

ট্যাগ: ভাইরাল
জিয়া-খালেদার কবর জিয়ারত করে প্রচার শুরু করলেন নীরব
  • ২২ জানুয়ারি ২০২৬
টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনী মিছিলে অংশ নিয়ে বিএনপি নেতার মৃত্যু
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘পিঠা উৎসব’
  • ২২ জানুয়ারি ২০২৬
২ হাজার টাকার ফ্যামিলি কার্ড পেতে কি এক হাজার টাকা ঘুষ দিতে…
  • ২২ জানুয়ারি ২০২৬
‘সিলেটে শত শত মাইক, আমাদের মাত্র তিনটি দিয়ে জনসভা চলছে’
  • ২২ জানুয়ারি ২০২৬