খাবারের প্লেট নিয়ে শিক্ষকদের কাড়াকাড়ি, ভিডিও ভাইরাল

  © সংগৃহীত

ভারতের পঞ্জাবের শিক্ষার মানোন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক। তাতে যোগ দিতে আসা শিক্ষকদের জন্য ঢালাও ‘লাঞ্চ’-এর ব্যবস্থা ছিল। বৈঠক শেষ না হতেই দেখা গেল সেই খাবারের জায়গায় হুলস্থুল। 

‘ফ্রি লাঞ্চ’-এর থালা হাতে নিয়ে টানাটানি করছেন শিক্ষকেরা। এমনকি, থালা না পাওয়ায় অধৈর্য এক শিক্ষককে দায়িত্বে থাকা ব্যক্তির ঘাড়ের উপর দিয়ে হুম়ড়ি খেয়ে পড়তেও দেখা গেল! 

ঘটনাটির ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এরাই কি তবে শিক্ষার মানোন্নয়ন করবেন?

পঞ্জাবের একটি সরকারি বৈঠকে ঘটনাটি ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিজে ওই বৈঠক ডেকেছিলেন। তার ইচ্ছে ছিল, রাজ্যে শিক্ষার উন্নতির জন্য কোনও বদল আনা দরকার কি না, তা শিক্ষকদের কাছ থেকেই শুনবেন।

 বৈঠকে তার সঙ্গে ছিলেন পঞ্জাবের নতুন শিক্ষামন্ত্রী গুরমীত সিংহ মীত হায়ার। এছাড়া ৫৭টি বাসে রাজ্যের সমস্ত সরকারি এবং আধা সরকারি স্কুল থেকে ২ হাজার ৬০০ শিক্ষককে আমন্ত্রণ করে আনা হয়েছিল লুধিয়ানার একটি রিসর্টে। সেখানেই এই কাণ্ড!

পঞ্জাবের এই ঘটনা প্রসঙ্গেই মনে পড়ে যেতে পারে সম্প্রতি কলকাতায় আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অনুরূপ একটি দৃশ্য। 

সেখানে আমন্ত্রিত ছিলেন দেশ বিদেশের শিল্পপতিরা। ঢালাও খাওয়াদাওয়ার আয়োজন ছিল তাদের জন্যও। সেখানকারও একটি ভিডিয়ো ভাইরাল হয়। যাতে দেখা গিয়েছিল খাবারের জন্য হুড়োহুড়ি করছেন আমন্ত্রিতদের একাংশ।

পঞ্জাবের ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন পঞ্জাবের এক সাংবাদিক। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence