আমরা আপনাদের দাস নই: পশ্চিমাদের ইমরান খান

ইমরান খান
ইমরান খান  © সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা করার জন্য গত সপ্তাহে পাকিস্তানকে অনুরোধ করেছিলেন ইসলামাবাদ-ভিত্তিক পশ্চিমা রাষ্ট্রদূতরা। এবার তাদের একহাত নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জবাবে রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাদের সমালোচনা করে বলেছেন, ‘তারা কি ভাবেন, আমরা তাদের দাস।’

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সেটিকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সহ ২২টি কূটনৈতিক মিশনের প্রধানরা। এ নিয়ে গত ১ মার্চ একটি যৌথ চিঠি প্রকাশ করে তারা

ইমরান খান রোববার এক রাজনৈতিক সমাবেশে বলেন, ‘আপনারা আমাদের কী ভাবেন? আমরা কি আপনাদের দাস যে আপনার যা করতে বলবেন, আমরা তা-ই করব।’

আরও পড়ুন: ট্রান্স নারীদের লক্ষ্য এবার বিসিএস, ৪৪তমে আবেদন দু’জনের

সংখ্যাগরিষ্ঠ সদস্যদেশের সমর্থনে জাতিসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবটি পাস হলেও ঐতিহাসিকভাবে পশ্চিমাদের মিত্র পাকিস্তান ভোটদানে বিরত ছিল।

তিনি আরও বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জিজ্ঞাসা করতে চাই; আপনারা কী ভারতকে এমন একটি চিঠি লিখেছেন? পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বীও সমর্থন দেওয়া থেকে বিরত ছিল।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, তারা আফগানিস্তানে পশ্চিমা ন্যাটো জোটকে সমর্থন করেছিল। কিন্তু কৃতজ্ঞতার পরিবর্তে ইসলামাবাদকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।’

নিজেদের রাশিয়ার বন্ধু দাবি করে ইমরান খান বলেন, ‘আমরা আমেরিকারও বন্ধু; আমরা চীন এবং ইউরোপেরও বন্ধু; আমরা কোনো দলে নই। পাকিস্তান নিরপেক্ষ থাকবে এবং যারা যুদ্ধ শেষ করার চেষ্টা করছে তাদের সঙ্গে কাজ করবে।’

সূত্র: রয়টার্স. এনডিটিভি


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence