প্রেমে প্রত্যাখ্যান, মনের কষ্টে ৬৭ বছর গোসল করেননি বৃদ্ধ!

আমো হাজি
আমো হাজি  © সংগৃহীত

ঠান্ডায় গোসল করতে কার ভালো লাগে! শীতে কত দিন একটানা গোসল করা যায় না? এক-দুই দিন না তিন-চার দিন! যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি ইরানের একজন বৃদ্ধের কাছে হেরে গেছেন।

ইরানের এই বৃদ্ধ টানা ৭ বছর ধরে গোসল করেননি। দেশের গণমাধ্যমে তার খবর প্রকাশিত হওয়ার পর প্রশ্ন উঠেছে, কিন্তু এই বৃদ্ধ কি বিশ্বের সবচেয়ে ‘নোংরা, অপরিষ্কার’ ব্যক্তি? খবর আনন্দবাজার পত্রিকার।

ইরানের দৈনিক তেহরান টাইমস দাবি করেছে যে কেরমানশাহ প্রদেশের দেজগাহ গ্রামের বাসিন্দা আমো হাজি প্রায় সাত দশক ধরে বাথরুমে প্রবেশ করেননি। তুমি গোসল কর না কেন? গায়ে ধুলো, কাদা, ৭০ বছর বয়সী হাজীর স্বীকারোক্তি, ‘জল দেখলে ভয় লাগে। মনে হয় গোসল করে অসুস্থ হয়ে যাব!'

আরও পড়ুন: এক বছরের মধ্যে চালু হবে সর্বজনীন পেনশন ব্যবস্থা: অর্থমন্ত্রী

ইরানি গণমাধ্যমের দাবি, দিব্যা বেশ বৃদ্ধ! যাইহোক, যেহেতু তিনি নিয়মিত তার শরীরে সাবান এবং শ্যাম্পু ব্যবহার করেন না, তাই তার চেহারা কিছুটা আলাদা। তার ‘রূপ’ দেখে অনেকেই বলে যে বৃদ্ধ মানুষটি বাইবেলের পাতা থেকে উঠে আসা চরিত্রের মতো হয়ে উঠেছে। এটা রান্নাঘরের চিমনি থেকে নেমে আসা মোজাইকের মতো। গোঁফ দিয়ে পুরো মুখ ঢাকা। মাথার অর্ধেক টাক দিয়ে উস্কোখুস্কো চুল। গোঁফ বড় হলে সে নাপিতের কাছে যায় না। পরিবর্তে, তিনি একটি আগুন জ্বালিয়ে তাতে তার মুখ এগিয়ে দিলেন। স্বয়ংক্রিয়ভাবে গোঁফ কেটে যায়!

বর্তমান খাদ্যে প্রায়ই মৃত পশুর পচা মাংস থাকে। বিশেষ করে তিনি বেশ হিমায়িত হেজহগের মাংস খান। আর ধূমপান মানেই নেশা। তবে ধূমপান একেবারেই পছন্দ করেন না তিনি। পরিবর্তে, তিনি পশুর মল শুকিয়ে একটি ফেটে যাওয়া পাইপে রেখেছিলেন।

পানিতে ভয় থাকতে পারে। তবে ভাববেন না, পানি না খেয়ে থাকেন তিনি। মরচেধরা টিনের ক্যান থেকে প্রতিদিন পাঁচ লিটার পানি ঢক ঢক করে গিলে ফেলেন তিনি। সাজপোশাকেও স্বতন্ত্র হাজি। হেলমেট মাথায় দিয়ে রাখেন। তবে যুদ্ধে নয়, ঠান্ডার হাত থেকে বাঁচতেই এমন সাজ।

আরও পড়ুন: ফেসবুকে সাময়িক নিষিদ্ধ তসলিমা নাসরিন

সাজপোশাক বা খাবারদাবারের মতোই হাজির থাকার জায়গাও কম অভিনব নয়। যেনো কবরে ঢুকছেন, এমন গর্তে থাকেন তিনি। বসবাসের আরও একটা জায়গা রয়েছে তার। তার থাকার জন্য ইটের সারি দিয়ে খোলা ছাউনি গড়ে দিয়েছেন গ্রামবাসীরা।

হাজির জীবনযাপন একটু ‘আলাদা’ মনে হচ্ছে? ইরানের সংবাদমাধ্যমের দাবি, যৌবনে মনে ব্যথা পাওয়ার পর থেকেই জনশূন্য জায়গায় বসবাস শুরু করেন তিনি। নিজের যাপনও বদলে ফেলেন বৃদ্ধ!


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence