শিক্ষিকা পড়া ধরতেই ছাত্র গেয়ে উঠলো ‘কাঁচা বাদাম’ গান

গান গাওয়া শিক্ষার্থী
গান গাওয়া শিক্ষার্থী  © সংগৃহীত

টানা দুই বছর সশরীরে স্কুলে ক্লাস বন্ধ। অনলাইনেই চলছে শিক্ষা কার্যক্রম। করোনার সময়ের ঘাটতি পূরণে পশ্চিবঙ্গ সরকার নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। পাড়ায় পাড়ায় শিক্ষালয় শুরু করেছে সরকার। পাড়ার শিক্ষালয়ে পড়তে যায় শিক্ষার্থীরা। সেখানেই এক ছাত্রকে গত দুই বছরে কী শিখেছে জানতে চান শিক্ষিকা। জবাবে ওই ছাত্র ‘কাঁচা বাদাম’ গান গেয়ে শোনান। উপস্থিত কেউ একজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। মূহুর্তেই ভাইরাল হয়ে যায় ১ মিনিট ১০ সেকেন্ডের ক্লিপটি।

ভিডিওতে দেখা যায়, শিশুটি ‘কাঁচা বাদাম’ গানটি গাইতে শুরু করার পর সবাই অবাক হয়ে যান। গান শেষ হয়ে যাওয়ার পরই বসে পড়ে ছাত্রটি। ততক্ষণে‘পাড়ার শিক্ষালয়’-এ উঠে গেছে হাসির রোল। ওই ছাত্রের পরিচয় জানা যায়নি। 

এদিকে ক্লাসের সবাই গানটি বেশ উপভোগ করলেও অনেকে বিষয়টিকে ভালোভাবে দেখছেন না।  তাদের মতে, করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার ফলে শিশুদের শিক্ষার মান যে সত্যিই নিম্নমুখী, এই ভাইরাল ভিডিওটি নাকি তারই জ্বলন্ত উদাহরণ।

প্রসঙ্গত, কিছুদিন আগে ‘কাঁচা বাদাম’- এই গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ভারতের গন্ডী ছাড়িয়ে সারা বিশ্বের কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন গানটি। পাশাপাশি মোবাইলে ফেসবুক, ইউটিউব, টিকটক খুললেই বেজে উঠছে এই গান। আর এবার সেই গান ‘পাড়ায় শিক্ষালয়’ ক্লাসে গেয়ে এখন রীতিমত ভাইরাল চতুর্থ শ্রেণীর ওই ছাত্র।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence