স্কুল-কলেজ খুলছে দিল্লিতে

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ছবি

আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে ভারতের রাজধানী দিল্লির সব স্কুল-কলেজ ও কোচিং সেন্টার খুলে দেয়া হচ্ছে। একই সাথে সব কর্মীর উপস্থিতিতে অফিস চালানোর অনুমতিও দেয়া হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিল্লি সরকারের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসে সংক্রমণের হার কমতে শুরু করেছে। এর পরেই বিধিনিষেধ শিথিল করা ও স্কুল-কলেজ পুনরায় খোলার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিল দিল্লি সরকার।

আরও পড়ুন: তীব্র সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

দিল্লি সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, স্কুল, কলেজ ও কোচিং সেন্টার স্বাস্থ্যবিধি মেনে খোলা হবে। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে পুনরায় চালু হবে। তবে টিকা না নেয়া শিক্ষকদের ক্লাস নেয়ার অনুমতি দেয়া হবে না।

নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে জিম, সুইমিং পুল ও স্পার পুনরায় খোলার অনুমতিও মিলেছে। যারা একা গাড়ি চালাচ্ছেন তাদের মুখোশ পরার দরকার হবে না। এছাড়া রাত্রিকালীন কারফিউ এক ঘণ্টা কমানো হয়েছে। এখন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে।

আরও পড়ুন: নাকে আছে মুখে নেই, নতুন মাস্ক ‘কোস্ক’

করোনায় শনাক্ত হার কমায় এর আগে জানুয়ারিতে দিল্লি সরকার কারফিউ বাতিল করে। অর্ধেক উপস্থিতি নিয়ে বার ও রেস্তোঁরা খোলার অনুমতি দেয়া হয়েছিল।


সর্বশেষ সংবাদ