আগামী মার্চে আলজেরিয়ায় হবে আরব সম্মেলন

আগামী মার্চে আলজেরিয়ায় হবে আরব সম্মেলন
আগামী মার্চে আলজেরিয়ায় হবে আরব সম্মেলন  © সংগৃহীত

আগামী বছরের মার্চে আলজেরিয়ায় আরব লীগের সম্মেলন আয়োজন করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল মাজিদ তিবোনি। এই সম্মেলনটি অনুষ্ঠিত হবার কথা ছিল ২০২০ সালে কিন্তু মহামারি করোনার কারণে স্থগিত রাখা হয়।

সোমবার (৮ নভেম্বর) রাজধানী আলজিয়ার্সে কূটনীতিক ও উত্তর আফ্রিকার বিদেশি রাষ্ট্রদূতদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন। খবর- মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর।

তিনি বলেছেন, আগামী সম্মেলনে আলোচনার মূল বিষয় হবে ফিলিস্তিনিদের জন্যে আরবদেশগুলোর করা সম্মিলিত প্রতিশ্রুতি পুনরুজ্জীবিত করা এবং আরব শান্তি উদ্যোগের কার্যকারীতার প্রতি আরও জোর দেওয়া।

প্রেসিডেন্ট তেবোনি আরও বলেছেন, আগামী সম্মেলন আরব লীগের পুনর্গঠন নিয়ে আলোচনা করার একটি ভালো সুযোগ।

তবে পুনর্গঠনের বিষয়ে তিনি বিস্তারিত কিছুই জানাননি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিনের বিষয়কে আলজেরিয়ার জন্য পবিত্র বলে বর্ণনা করেন। ওই সময় তিনি ২০০২ সালে অনুষ্ঠিত আরব লীগের বৈরুত সম্মেলনে গৃহীত আরব শান্তি উদ্যোগের ওপর তার দেশের করা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ