৭ দিন পর অবরুদ্ধ বিশ্বভারতীর উপাচার্যকে উদ্ধার করলো পুলিশ

০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫০ PM
উপাচার্যকে তালা ভেঙে উদ্ধার করে কলকাতা পুলিশ

উপাচার্যকে তালা ভেঙে উদ্ধার করে কলকাতা পুলিশ © সংগৃহীত

তিন শিক্ষার্থীর বহিষ্কার প্রত্যাহার দাবির আন্দোলনে অবরুদ্ধ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ৭ দিন পর বাসভবনের মূল গেটের তালা ভেঙে উদ্ধার করলো কলকাতা পুলিশ। এদিকে আন্দোলনকারীরা জানিয়েছে বহিষ্কৃত শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহার না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আনন্দবাজারের খবরে জানা যায়, শুক্রবার (৩ সেপ্টেম্বর) কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, উপাচার্যের বাসভবনের ৫০ মিটার দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবে শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাস চত্বরে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ বা মাইকের মাধ্যমে আন্দোলনের প্রচারে বিধিনিষেধ আরোপ করে আদালত।

আদালতের নির্দেশে শুক্রবার বিকেলে উপাচার্যের বাড়ির সামনে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়, বোলপুরের মহকুমাশাসক অমর নাথ, শান্তিনিকেতন থানার অফিসার ইনচার্জ’সহ পুলিশবাহিনী এসে উপাচার্যকে অবস্থান-বিক্ষোভকারীদের হাত থেকে মুক্ত করে।

এদিকে আদালতের নির্দেশে উপাচার্যের বাসভবনের সামনে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইতোমধ্যে আদালতের নির্দেশ মেনে উপাচার্যের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভের মঞ্চটি সরিয়ে নেয় আন্দোলনকারীরা।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে গত ২৭ আগস্ট রাত থেকে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু হয়।

জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত বাংলাদেশ
  • ৩০ জানুয়ারি ২০২৬
চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬