বিশ্ব বাঁহাতি দিবস আজ: যত গুণ বাঁহাতিদের!

১৩ আগস্ট বিশ্ব বাঁহাতি দিবস
১৩ আগস্ট বিশ্ব বাঁহাতি দিবস  © প্রতীকী ছবি

আজ ১৩ আগস্ট। বিশ্ব বাঁহাতি দিবস। কর্মক্ষেত্রে বাঁহাতিদের অসুবিধা দূরীকরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৬ সাল থেকে দিনটিকে ‘লেফট হ্যান্ডারস ইন্টারন্যাশনাল ডে বা আন্তর্জাতিক বাঁহাতি দিবস’ হিসেবে উদযাপন করা হয়।

ডানহাতি মানুষে ভরা পৃথিবীতে বাঁহাতি ব্যক্তি হওয়াতে অবশ্যই কিছু অসুবিধা রয়েছে আবার সাথে যুক্ত কিছু অনন্য গুণও।

বিশ্ব নেতাদের সারিতে আপনি

আপনি যদি বাঁহাতি হন, অভিনন্দন! আপনি সম্ভাব্য বিশ্ব নেতাদের একটি লিগের অন্তর্গত যারা বাঁহাতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিশ্বের ধনী ব্যক্তি বিল গেটস, কিংবদন্তি সংগীতজ্ঞ মোজার্ট, চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চি, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, দার্শনিক অ্যারিস্টটল, জনপ্রিয় অভিনেতা চার্লি চাপলিন, টেলিভিশন ব্যক্তিত্ব অপ্রা উইনফ্রে, খেলার মাঠের জাদুকর লিওনেল মেসি, বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান সবাই বাঁহাতি।

মস্তিষ্কের অনন্য গঠন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে, আপনি যদি বাঁহাতি হন, তাহলে আপনার মস্তিষ্ক ডান হাতের মানুষের চেয়ে ভিন্নভাবে কাজ করে। আপনার মস্তিষ্কের দুই দিক বেশি সমন্বিত, বিশেষ করে ভাষার সাথে সংশ্লিষ্ট অংশে। এর মানে হল আপনি নিজের মধ্যে দক্ষ খুঁজে পেতে পারেন যা অন্যদের নেই। কখনও কখনও, বাম হাতের লোকেরা শিল্প এবং সংগীতে ভাল হয় বলে ধারণা রয়েছে কিন্তু দাবিটিতে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে।

খেলাধুলায় সুবিধা

ক্রিকেট, টেনিস থেকে বাস্কেটবল কোন খেলায় বাঁহাতিরা বিশেষ সুবিধা ভোগ করেনা বলতে পারবেন? এই সত্যটি আর লুকানো নয় যে খেলাধুলায় বাঁহাতিদের আলাদা সুবিধা রয়েছে। এই সত্যের পিছনে মূল কারণ হল যে বেশিরভাগ খেলোয়াড়ই মূলত ডানহাতি প্রতিপক্ষের জন্য প্রশিক্ষণ নেয়। এই ক্ষেত্রে বাঁহাতি প্রতিপক্ষের মুখোমুখি হলে তখন তারা অসুবিধায় পড়ে। যদিও বর্তমানে বাঁহাতিরা ডানহাতিদের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। ফলে তাদের এক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না।

সফল যোদ্ধা

বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, বাঁহাতিদের লড়াইয়ে সাফল্য বেশি। বক্সিং ম্যাচে ডানহাতিদের চেয়ে বাঁহাতিদের জেতার ভালো সুযোগ রয়েছে।

ভালো যোগাযোগ দক্ষতা

বাঁহাতিদের মস্তিষ্কের অনন্য গঠনের কারণে তারা কথোপকথনে ডানহাতি মানুষের তুলনায় তুলনামূলকভাবে ভালো। গবেষণা অনুযায়ী, বাঁহাতি লোকেরা দ্বিপাক্ষিক ভাষার ক্ষেত্রে কার্যকর যোগাযোগ করতে পারে। তাই তাদের মৌখিক দক্ষতায় জ্ঞানীয় সুবিধা রয়েছে।

এছাড়া আরও বেশ কিছু সুবিধা বাঁহাতিদের আছে-

বাঁহাতিরা স্ট্রোক থেকে দ্রুত সেরে ওঠে। যদিও এ বিষয়টির সঠিক কারণ জানা যায়নি। বাঁহাতিরা মাল্টি-টাস্কার হয়ে থাকেন। অর্থাৎ তারা ডান হাতের কাজ বাম হাত দিয়ে সহজেই করতে পারেন। গবেষকরা দেখেছেন, বাম এবং ডান হাতের মানুষের মধ্যে যখন আলোচনা হয়, তখন বাম হাতের লোকেরা দ্রুত সাড়া দেয়। বাঁহাতিরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বিজ্ঞানীদের মতে, বাম হাতের লোকেরা যেকোনো কাজের আগে সময় নেয় এবং তারা পরিণতির কথা চিন্তা করে সিদ্ধান্ত দেয়।

প্রসঙ্গত, গর্ভাবস্থায় এবং প্রসবের সময় সন্তানের অবস্থানের ভিন্নতা এবং প্রিম্যাচিউর হলে বাঁহাতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া মা-বাবা দুজন বাঁহাতি হলে সন্তানদের শুধু শতকরা ২৬ জন বাঁহাতি হওয়ার সম্ভাবনা থাকে।


সর্বশেষ সংবাদ