ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করবে জাতিসংঘ মানবাধিকার পরিষদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মে ২০২১, ১০:৩১ AM , আপডেট: ২৯ মে ২০২১, ১০:৩১ AM
গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে টানা ১১ দিনের সংঘাতে অপরাধের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। এ নিয়ে তদন্দ করতে একটি প্রস্তাব পেশ করে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। গত বৃহস্পতিবার রাতে ওই পরিষদে ভোটাভুটির মাধ্যমে তদন্তের পক্ষে বেশি ভোট হওয়ায় এ প্রস্তাবে রাজি হয় জাতিসংঘ। প্রস্তাবের পক্ষে ২৪ ভোট এবং বিপক্ষে ৯ ভোট পড়ে আর ভোটদানে বিরত থাকে ১৯টি দেশ।
প্রস্তাবটি পাস হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করে দেখবে।
আরও দেখুন: মুসলমান ছাড়া সবাইকে ভারতের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা
গত ১০ মে থেকে ইসরায়েল টানা ১২ দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ৬৯ শিশুসহ অন্তত ২৬০ ফিলিস্তিনি নিহত হয় এবং আহত হয় আরও প্রায় দুই হাজার ফিলিস্তিনি।