যুক্তরাজ্যের প্রাথমিক বিদ্যালয়েও পাওয়া গেল করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ মে ২০২১, ০৯:২২ PM , আপডেট: ২০ মে ২০২১, ০৯:২২ PM
ব্রিটেনের একটি প্রাথমিক বিদ্যালয়ে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বিদ্যালয়টি ওয়েস্ট মিডল্যান্ডস এলাকার। বুধবার (১৯ মে) এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। খবর বিবিসি ও বার্মিংহাম মেইলের।
স্যান্ডওয়েল কাউন্সিলের জনস্বাস্থ্য টিম শিক্ষার্থীসহ স্কুলটির দশ কর্মীরও করোনা পরীক্ষার কথা জানিয়েছেন। কাউন্সিল বলছে, কয়েক সপ্তাহ আগে করোনা পজিটিভ আসে তাদের। তখন সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়।
খবরে বলা হয়েছে, রিডার্স গ্রিন প্রাইমারি স্কুলের দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এরপর সেখানকার ১২০ জন শিশুর করোনা পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনার ভারতীয় ধরন শনাক্ত হলেও তারা বিদেশ ভ্রমণে যায়নি।
শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে মন্ত্রণালয়ের ৪ নির্দেশনা
স্যান্ডওয়েল কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, যুক্তরাজ্যের নর্থ ওয়েস্টের বিভিন্ন এলাকায় ভারতীয় ধরন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নতুন করে ওই এলাকায়ও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আক্রান্তদের দ্রুত শনাক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।