দিল্লিতে শবেবরাত পালনে নিষেধাজ্ঞা

প্রতীকী
প্রতীকী

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। এর অংশ হিসাবে বেশকিছু ধর্মীয় অনুষ্ঠান পালনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে শবেবরাত, হোলি (দোল উৎসব এবং নবরাত্রি উৎসব।

মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়, বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের কভিড পরীক্ষা করা হবে। বাজার, শপিংমল এবং জনবহুল এলাকাগুলোতে বিশেষভাবে নজরদারি চালানোরও সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।

সরকারি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, যেসব রাজ্যে সংক্রমণ বেশি, সেসব রাজ্য থেকে আগত যাত্রীদের রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা করা হবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল সহ একাধিক জায়গার নয়া স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে ভারতে। এখনও পর্যন্ত যার সংখ্যা ৭৯৫। মার্চে বিদেশি স্ট্রেনের সংখ্যা একলাফে অনেকটা বেড়ে গিয়েছে। ১৮ মার্চ পর্যন্ত সংখ্যাটি ছিল ৪০০। ২৩ মার্চের মধ্যে সেই সংখ্যা বেড়ে পৌঁছে গিয়েছে ৭৯৫তে।

ভারতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৭ হাজার ২৬৪ জন সংক্রমিত হয়েছেন এবং ২৭৭ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে দৈনিক সংক্রমণ এক হাজার ছাড়িয়ে গেছে। গত বছরের ১৯ ডিসেম্বর দৈনিক সংক্রমণ শেষবার এ পর্যায়ে পৌঁছেছিল। যে হারে সংক্রমণ বাড়তে শুরু করেছে তাতে প্রশাসনের উদ্বেগ ক্রমশ বাড়ছে।


সর্বশেষ সংবাদ