অপূর্বকে নিয়ে স্ট্যাটাসে সমালোচনা, মেহজাবিনের কড়া জবাব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ১২:২৯ PM
করোনায় আক্রান্ত হয়ে হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার জন্য দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন অভিনয় জগতের শিল্পীরা। সেই থেকে বাদ পরেনি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অপূর্বর দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি।
মেহজাবীন তার স্ট্যাটাসে লিখেছিলেন– ‘আমাদের সকলের প্রিয় অপূর্ব ভাইয়া যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
কিন্তু এই স্ট্যাটাসকে ঘিরে নানা ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যে ভেসে যায় সেই কমেন্ট বক্স। এমন পোস্টের নিচে এতসব নেতিবাচক মন্তব্য দেখে বিব্রত হয়েছেন মেহজাবিন। পরে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অপূর্বর সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু জনপ্রিয় নাটকে এ অভিনেত্রী।
মেহজাবীন বলেছেন, ‘নেতিবাচক মন্তব্য করার মতো কিছু আমি লিখিনি। তারা কী বুঝে মন্তব্য করছেন, সেটি জানি না। এটা মন্তব্যকারীদের সমস্যা। কারণ এখানে খারাপ মন্তব্য করার কোনো প্রশ্নই ওঠে না। আমি ভাবিনি কেউ এমন মন্তব্য করতে পারেন। তারপরও যারা নেতিবাচক মন্তব্য করেছেন, তাদের কথায় মন খারাপ করিনি। আমার সহকর্মী অসুস্থ, তার সুস্থ হয়ে ওঠাই আমার কাছে মুখ্য।’
এর আগে গত কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হন এই অভিনেতা। পরে কোভিড-১৯ টেস্ট করা হলে করোনা পজেটিভ রিপোর্ট আসে তার।
এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন জনপ্রিয় এ অভিনেতা।