উপদেষ্টা করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে যাচ্ছেন ট্রাম্প ও মেলানিয়া

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প  © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টার শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ায় কোয়ারেন্টিনে গেছেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার( ১ অক্টোবর) এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, তারা দুজনেই করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়েছেন। এখন ফলাফলের অপক্ষোয় আছেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, উপদেষ্টা হিকসের সংস্পর্শে আসায় ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষা করা হয়েছে। রেজাল্টের অপেক্ষায় আছেন তারা।

টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘সে (হিকস) খুবই পরিশ্রমী। কাজের ব্যাপারে খুবই সচেতন। স্বাস্থ্যবিধি মেনেই কাজ করতেন। সে মাস্ক পড়েই কাজ করতেন, বহু মাস্ক পরেছেন। তবুও তার করোনা পজিটিভ ধরা পড়েছে। আমরা একসঙ্গে বহু সময় কাটিয়েছি। তাই আমি ও ফার্স্ট লেডিও করোনা টেস্ট করিয়েছি।’

ট্রাম্প আরও লেখেন, ‘আমরা কোয়ারেন্টিনে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছি।’

জানা গেছে ট্রাম্পের করোনা টেস্টের ফল আজ শুক্রবার পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ