টাকা দিলেই পাস করিয়ে দেন এই অধ্যাপক!

১৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৩ AM

© হিন্দুস্তান টাইমস

টাকা দিলেই পাস করিয়ে দেওয়া হবে। এমনই টোপ দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের শিলিগুড়ি কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার একটি অডিও টেপ ভাইরাল হয়ে যায়। তাতে এক ছাত্রীকে ১০ হাজার টাকার বিনিময়ে পাস করানোর আশ্বাস দিতে শোনা যায় এক ব্যক্তিকে। অডিওর কণ্ঠস্বর শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অমিতাভ কাঞ্জিলালের বলে অভিযোগ ওঠে।

সে বিষয়ে কলেজের অধ্যক্ষ সুজিতকুমার ঘোষের কাছে অভিযোগ জানান ওই ছাত্রী। তার ভিত্তিতে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়েছে।

অভিযুক্ত অধ্যাপকের শাস্তি এবং বহিষ্কারের দাবি জানিয়ে কলেজের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। একই দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল।

যদিও শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, অডিও টেপের কণ্ঠস্বর তাঁর নয়। তিনি বলেন, ‘আমায় কয়েকজন টার্গেট করছে। যাঁদের ব্যক্তিগত স্বার্থ আছে।’ খবর: হিন্দুস্তান টাইমস বাংলা।

প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ জানুয়ারি ২০২৬
৩ দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা, থাকছে চমক
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, দেশকে এগিয়ে নিতে চাই: …
  • ৩১ জানুয়ারি ২০২৬